• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির ২০১৩ ইম্মিগ্রেশনের নতুন আইন সাথে ২০১২ এর কাগজ জমা নিয়েও অনেক কিছু

ByLesar

Jul 25, 2013

সাইরা হোসেন রানি,রোম ইতালিঃ সরকার ইতালিতে অবস্থান ও কর্মরত লক্ষাধিক অবৈধ অধিবাসীদের কথা পূর্ণ বিবেচনা করে Decreto flussi  নামের অধিবাসী আইনের কিছুটা পরিবর্তন এনেছে। যদিও মূলত বিলটি শ্রম বাজারে প্রবাসী শ্রমিকদের ইতালিতে নিয়োগের বিষয়ে বিষদ পরিবর্তন এনেছে পাশাপাশি ২০১২ সালে বাদ পড়ে যাওয়া অবৈধদের একটি সুযোগ করে দিয়েছে। বিলটিকে অনেকটা ঘুরিয়ে অধিবাসী আইনের সাধারন ক্ষমার আওতায় ফেলা যেতে পারে। এই পারমিট এর জন্য রিভিউ আপিল করতে কোন উকিল বা বিশেষ কোন প্রক্রিয়ার প্রয়োজন নেই। যেকোনো সমাজসেবা মূলক প্রতিষ্ঠান বা সংগঠন যেমনঃ সিজিএল,উয়িল (ইতালির সব এলাকার জন্য) বা ইতাল বাংলা ও ধূমকেতু এসোসিয়েশন(শুধু রোম বাসীর জন্য) জাতীয় সেবা ও নাগরিক ও শ্রমিক অধীকার আদায়কারী সংস্থা গুলোর মাধ্যমে নাম মাত্র ফি এর বিনিময়ে আপিল করা যাবে। যারাই ২০১২ এর পূর্বে ইতালিতে অবস্থানের প্রমান দিতে পারবে পাশাপাশি ১০০০ ইউরো জমা কৃত রশিদ দেখাতে পারবে, বর্তমান সরকার নতুন এই আইনের আওতায় এনে প্রতিটি অধিবাসীকে সর্বচ্চ এক বছরের নবায়ন যোগ্য স্তে ও ওয়ার্ক বা Permesso di soggiorno পারমিট প্রদান করবে।শর্ত পূরণে সক্ষম সকলেই এক বছরের মধ্যে যার যার কর্মপ্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে তাদের অবস্থানের স্থায়ী ব্যবস্থা করতে পারবে।

বিলটির আর একটি নতুনত্ব হোল বেকারদের জন্য রেসিডেন্স পারমিট বা Permesso di soggiorno নবায়নের সময় বৃদ্ধি। যারা কর্মচ্যুত হতো অথবা স্বেচ্ছায় রিজাইন দিতো তাদের জন্য সর্বচ্চ বেধে দেওয়া সময় ৬ মাস থেকে বাড়িয়ে ১ বছরে আনা হয়েছে। সময়ের মধ্যে নিয়োগ পত্র সাবমিট করলে আবার তা নতুনভাবে নবায়ন হয়ে যাবে। সূতরাং প্রতারক হতে সাবধান!! ইম্মিগ্রেসন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন জেনো কেউ অবৈধ পথে পা না বাড়ায়, তাড়াহুড়োর কিছুই নেই সরকার যেখানে সাধারন ক্ষমা ঘোষণা করেছেন সেখানে কতিপয় ব্যেক্তির প্রলোভনে অতিরিক্ত টাকা দিয়ে কাউকে মিডিয়া না করার আহ্বান জানান। আইনটিতে মুলত ২০১২ এর ফ্লুসসিতে জমাকৃত আবেদনে কর্মপ্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যেক্তির অপর্যাপ্ত আয় অথবা আইনি সমস্যার কারনে মুলতবী অথবা বাতিল ঘোষিত আবেদন গুলোকেও পূর্ণ বিবেচনার সীদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল প্রতিষ্ঠান বা ব্যেক্তি নিয়ম বহির্ভূতভাবে আবেদন জমা দিয়েছে, কর্ম সংস্থান মন্ত্রণালয়ে তাদের নাম গুলোকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। সরকার এই বিলের আওতায় এনে এই ব্ল্যাক লিস্ট উত্তোলন করে প্রতিটি আবেদনের পূর্ণ বিবেচনার জন্য একটি কমিশন নিয়োগ করেছে। এক্ষেত্রে পূর্ব ঘোষিত বাৎসরিক আয়ের উপরেও ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ রেদ্দিতো বা বাৎসরিক আয় কিছুটা কম থাকলেও তা বিবেচনা যোগ্য হবে।

কোন প্রবাসী যদি আবেদন পত্র এবং সরকারী কোষাগারে ১০০০ ইউরো জমা দেওয়ার পর প্রতিষ্ঠান দেউলিয়া হয় আথবা ব্যেক্তিকে খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান বা ব্যেক্তির সাথে নতুন ভাবে নিয়োগ পত্র সই করলেই পারমিট প্রদান করা হবে। আর যারা শুধু মাত্র ২০১২ এর পূর্বে ইতালি আসার প্রমাণাদি এবং ১০০০ ইউরোর রশিদ দেখাবে তাদেরকে ১ বছর সময় বেঁধেদেওয়া পারমিট দেওয়া হবে এবং এর মধ্যে প্রতিটি অধিবাসীকে নিজ নিজ প্রচেষ্টায়  নিজেকে কর্ম নিয়োজিত করে তাদের স্বস্ব অবস্থানে স্থায়ী ব্যবস্থার জন্য অবেদন জমা দিবে।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube NjEocEd82sY?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন। 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *