• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

৩৫ দিন ব্যাটারির ব্যাকআপ নিয়ে আসছে এন্ড্রয়েড চালিত ফিলিপ্স এর Xeniup W8510

Byandroid-guru

Jul 22, 2013

এন্ড্রয়েড ডিভাইস এর সবচেয়ে বড় সমস্যা হল ব্যাটারি। সবাই বলে চার্জ অনেক তারাতারি শেষ হয়ে যায়। আসলে না আপনার ডিভাইস এ যে পরিমাণ পাওয়ার লাগে তা সরবারহ করতে গিয়ে ব্যাটারি একটু তারাতারি শেষ হয়। তবে ইতিহাস এর এই প্রথম এক আজব টাইপের ডিভাইস আনতেছে Philips। আর এই আজব জিনিস টা হল তাদের নতুন ডিভাইস এর ব্যাটারি ব্যাকআপ টাইম। চলুন দেখি এই আজব ডিভাইস এর একটু ডিটেইলস। মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস… আমাদের সবার পরিচিত একটি লাইন। হাঁ অনেকটা এরকম প্রমান করার জন্যে ফিলিপস এবার আনতেছে ৩৫ দিন স্ট্যান্ডবাই থাকবে এমন ব্যাটারি সমৃদ্ধ মোবাইল ডিভাইস Xenium W8510 । তাদের দেয়া তথ্যমতে এই ডিভাইস এর ব্যাটারি টি হবে 3,300 mAh। যা আপনাকে ৩৫ দিন স্ট্যান্ডবাই দিবে, ১৮ ঘণ্টা টকটাইম এবং ১৪ ঘণ্টা ওয়েব ব্রাউজিং। আর লাগে কি!!!

হাঁ এবার অনেকেই ভাবছেন ব্যাটারি না হয় হল সমাধান তবে এই ডিভাইস এর বাকি জিনিস কেমন!! দামই বা কেমন হবে!অন্য দিন দিয়েও পিছিয়ে নেই এই ডিভাইস টি। আমরা যতটা জানতে পেরেছি তার তথ্যমতে এই ডিভাইস এ থাকছে 4.7”  720p  হেইচ ডি ডিসপ্লে, 1.2 GHz MediaTek quad-core processor এবং 1 GB RAM। তবে এর বেশি আর জানা যায় নি এই ডিভাইস টি সম্পর্কে। এর সম্পর্কে বাকি বিস্তারিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version