• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড

Byimtiazome

May 31, 2013

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন অ ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড।

*#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে।

*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )

*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।

*#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।

*#*#197328640#*#* – সার্ভিস  টেস্ট মোড কোড।

*#*#1111#*#* –  FTA সফটওয়্যার ভার্সন ।

*#*#1234#*#* –  PDA এবং firmware ভার্সন।

*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।

*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।

*#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।

*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।

*#9900# – সিস্টেম ডাম্প মোড।

*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।

*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন।

*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।

*#301279# – HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।

*#7465625# – ফোন লক স্ট্যাটাস।

*#*#7780#*#*   –  ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।

*2767*3855#   –  ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।

*#*#4636#*#*   – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।

*#*#273283*255*663282*#*#* –  ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।

*#*#197328640#*#*    – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।

*#*#7594#*#*   –  এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।

*#*#8255#*#*  –  G Talk সার্ভিস মনিটর কোড।

*#*#34971539#*#*    –  ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।

*#*#232338#*#*    –  ওয়াইফাই ম্যাক এড্রেস।

*#*#1472365#*#*    –  জিপিএস টেস্ট।

*#*#1575#*#*    –  আরেকটি জিপিএস টেস্ট কোড।

*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড।

*#*#232337#*#    –  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#*    – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।

*#*#0*#*#*    –  এলসিডি টেস্ট।

*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট।

*#*#2663#*#*    –  টাচ স্ক্রীন ভার্সন।

*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক।

*#*#0673#*#* OR *#*#0289#*#*    –  মেলোডি টেস্ট।

*#*#3264#*#*    –  র‍্যাম ভার্সন টেস্ট।

পোস্ট টি পূর্বে প্রকাশিত হয়েছে– বিডি ড্রয়েড এ। 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version