• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে পরিবার নিয়ে আসার জন্য যা যা করণীও

ByLesar

Apr 12, 2012

ইতালিতে পরিবার নিয়ে আসার ব্যাপারে ।কিভাবে এবং কে কে পাড়বেন তাদের পরিবার কে ইতালিতে নিয়ে আসতে ?আপনারা যারা ইটালির Permesso di Soggirono বা ওয়ার্ক পারমিট ধারী এবং যাদের পারমিট এর সময় এক বছরের উপর বা যারা সব সময়ের জন্য পারমিট পেয়েছেন তারা তাদের পরিবারকে ইতালিতে নিয়ে আসার জন্য অ্যাপ্লাই করতে পাড়বেন।

তবে এখানে জেনে রাখা ভালো ইটালির এই ওয়ার্ক পারমিট কয়েক ধরণের হয়ে থাকে

যেমনঃ*অন্নের অধীনে কাজ করার পারমিট(Permesso di soggiorno per Lavoro Subordinato).

* নিজেই নিজের অধীনে কাজ বাঁ ব্যবসা করা( Permesso di soggiorno per Lavoro Subordinato).

* রাজনৈতিক আশ্রয় বাঁ যুদ্ধের কারনে ইতালিতে এসে আশ্রয় নেওয়ার পারমিট(Permesso di soggiorno per asilo).

* স্টুডেন্ট হিসাবে যারা পরা-লেখা করতে আসে( Permesso di soggiorno per studio).

*ধর্মীয় কারনে যারা পারমিট পায় ( Permesso di soggiorno per  motivi religiosi).

* এবং যারা ইতালিতে পরিবার ভিসায় এসেছে এবং যাদের পারমিট এর সময় এক বছরের উপরে ও তাদের সাবালক হওয়া সহ দেখাতে হবে যে তারা লিগাল ভাবে কোণ কাজে জ্বরিত আছে ইতালিতে ( Permesso di – soggiorno per  motivifamiliari).

যারা উপরের নিয়ম আনুযায়ি ইটালির Permesso di soggiorno বা ওয়ার্ক পারমিট ধারণকারী তারা তাদের পরিবারকে ইতালিতে নিয়ে আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতে পাড়বেন।আর এই ভিসার জন্য আপনাকে অনলাইন এ ফর্ম ফুরন কোরে অ্যাপ্লাই করতে হবে।

নিচে ফর্ম ফুরন করার লিঙ্কটি দেওয়া হোল।

লিঙ্কটিতে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৪ thoughts on “ইতালিতে পরিবার নিয়ে আসার জন্য যা যা করণীও”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *