• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীতে সততার পরিচয় বাংলাদেশির

Byadilzaman

Jul 1, 2013

ইতালির টিভি চ্যানেলে প্রচারিত নামকরা একটি প্রোগ্রাম “লে ইয়েনে”।যেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ভিডিও লুকিয়ে রেখে মানুষের প্রকিত রুপ তুলে ধরে আর এ কারনেই প্রোগ্রামটি ইতালিতে ইতালিয়ানদের কাছে খুব জনপ্রিয়। এবার এই প্রোগ্রামের মাধ্যমে ইতালিয়ানদের মন জয় করে নিলো আমাদের বাংলাদেশের কৃত সন্তান বেলাল।

দুবাই-এ টেক্সীচালকে পর এবার বাংলদেশের মুখকে উজ্জল করল এক ইতালি প্রবাসী বাংলাদেশি।  ইতালিতে এক গির্জার সামনে দানবক্স রেখে দাড়িয়ে থাকত গির্জার পপ (গোপন ক্যামেরাতে ভিডিও হচ্ছিল)। পপ বিভিন্ন বিদেশীদের বক্স দেখে রাখার কথা বলে টাকা ভর্তি বক্স রেখে গির্জার ভিতর চলে যেত এবং লোক পাঠিয়ে টাকা দান করাত। সকল বিদেশীরাই দানবক্স থেকে সুযোগ বুঝে টাকা চুরি করতো কিন্তু বেলাল টাকা চুরি করে নি , গোপন ক্যামেরায় পপ যখন দেখল বেলাল টাকা চুরি করছে না তাই সে আরও লোক পাঠিয়ে টোটাল ৩০০ ইউরো (যা বাংলাদেশের ৩০ হাজার টাকা) ফেলে দানবক্সে কিন্তু বেলাল তারপরও চুরি করে নি।

[dailymotion x11e9n7 nolink]

অবশেষে বেলালের সেই সততার ভিডিওটি ইতালিয়ান টিভিতে দেখানো হলে অনেকেই সেই প্রোগ্রামে মেইল করতে থাকে বেলালের সততার প্রশংসা জানিয়ে শুধু এখানেই শেষ নয় বেলালের এই সততা দেখে একটি ইতালিয়ান মেয়ে এতোই মুদ্ধ হয় যে সে বেলাল এর সাথে দেখা করার জন্য প্রোগ্রাম পরিচালনা কারিদের সাথে যোগাযোগ করে,যেহেতু প্রোগ্রাম পরিচালনা কারিদের কাছে বেলালের কোন কন্টাক্ট নাম্বার ছিলোনা, তাই তারা আবার পরের দিন বেলাল কে খুজতে বেড় হয় যেখানে ওর সাথে দেখা হয়েছিল। উল্লেখ্য বেলাল ইতালিতে পথে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতো। অবশেষে প্রোগ্রাম করতিপক্ষ বেলালকে খুজে বেড় করে এবং বেলালকে বলে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে, বেলালতো অবাক ওদের কথা শূনে কি সারপ্রাইজ? প্রোগ্রাম করতিপক্ষ বেলালকে নিজ দায়িত্তে মেয়েটির বাসায় নিয়ে যায় এবং অবশেষে মেয়েটি বেলালের সাথে দেখা করে এবং মেয়েটির পরিবারের সাথে কথা বলে রোমের বাইলে কালাব্রিয়া নামক এলাকায় তার পরিবারের সাথে বেলালকে থাকার জন্য সব ব্যবস্তা করায়। বেলাল কে একটি ভাল মানের কাজের প্রস্তাব দেয় এবং বেলালকে বলে ও তাদের পরিবারের একজন সদস্য হয়ে তাদের সাথে থাকবে। আরো একবার প্রমান হল সাধারন বাংলাদেশিদের মধ্যে সততার কোন অভাব নেই। প্রসঙ্গত, কিছুদিন পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই-এ এক বাংলাদেশী সততা দিয়ে দেশের মুখ উজ্জল করেছে।

এখানে দেখুন বেলালের জীবনের রাতারাতি পরিবর্তন বেলালের বর্তমান অবস্থা।

বেলাল মিলানো ছেড়ে যাওয়ার জন্য রেডি! যাচ্ছে মিলানোর বাইরের শহরে মেয়েটির পরিবারের কাছে।

 

অবশেষে সে মেয়েটির পরিবারের কাছে পৌঁছে গেছে এবং তার বর্তমান অবস্থা।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version