• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কারেন্ট ছাড়া হাত দিয়েই চার্জ করুন মোবাইল

Byadilzaman

Jul 1, 2013

স্মার্টফোন এবং অন্যান্য স্মার্ট ডিভাইস এর প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে চার্জ সমস্যা। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার মত সহজ কোনও উপায় এখনও বার হয়নি। পোর্টেবল চার্জার একটি ভাল উপায় হলেও তারও একটি সীমিত পরিমান চার্জ বিদ্যমান। কিন্তু যদি পোর্টেবলকে প্লাগ ইন না করে চার্জ দেয়া ছাড়াও চার্জ দেয়া যায় তবে তা অনেকের জন্যই হবে সুবিধাজনক। ঠিক এমন কিছুই আবিষ্কার করেছে ভোল্টমেকারস নামে একটি প্রতিষ্ঠান।ভোল্টমেকারস বলে পরিচিত প্রতিষ্ঠানটি এমন একটি পোর্টেবল চার্জার তৈরি করেছে যা সাধারণ ইউএসবি এবং মাইক্রো ইউএসবি এর মাধ্যমে চার্জ দেয়া ছাড়াও আরও একটি উপায়ে চার্জ করা যায়। আর তা হল ঘূর্ণায়মান শক্তির মাধ্যমে এবং এই শক্তি আসবে ব্যবহারকারীর মাধ্যমেই। চার্জারটির বডির সাথে একটি রড লাগান থাকে চুম্বকের মাধ্যমে যা সহজেই খোলা যায়, একবার খুললে চার্জারটি একটি র‍্যাটেলের ন্যায় ঘুরাতে থাকলে তা চার্জ উৎপন্ন করতে থাকে। সাধারণত এমন করে চার্জ করতে ২-৩ ঘণ্টা লাগবে যদি ব্যবহারকারী সাধারণ গতির চেয়ে বেশি দ্রুত ঘুরাতে পারে। তবে নির্মাতাকারী বলেছে ইউএসবি চার্জিং করাই ভাল এবং এই কাজটি যখন খুব চার্জের দরকার তখন ব্যবহার করাই ভাল যদি আশেপাশে চার্জ দেয়ার কোনও উপায় না থাকে তো। আর এর জন্য চার্জারটির সর্বশেষ চার্জ ব্যবহার করবে। এ ছাড়া পোর্টেবল চার্জারটিকে টর্চলাইট হিসেবেও ব্যবহার করা যায়।

ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেনঃ

[youtube HuoiWRi-Z8E?modestbranding=1&rel=0 nolink]

নির্মাতাকারী প্রতিষ্ঠান বর্তমানে ২ লাখ ডলার টাকা ফান্ড রেইজিং এ আছে এবং তারা এও কথা দিচ্ছে যদি তারা এটি করতে সবশেষে সফল না হয় তবে তারা এই সকল টাকা ফেরতও দিতে রাজি আছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *