• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

কুমিল্লায় বেড়াতে গেলে কি কি দেখবেন ?

Byfoyezm

Jun 24, 2013

ভাবছেন কোথাও ঘুরতে যাবেন ? চলুন একবার কুমিল্লায় যাওয়া যাক! রাজধানী ঢাকা থেকে ১০০কি,মি আর বন্দর নগরী চট্টগ্রাম থেকে ১৪০কি,মি দুরত্তে কুমিল্লা জেলার অবস্থান । আপুনি কখনও কুমিল্লায় ঘুরতে গেলে দেখে আসতে পারেন কুমিল্লার নিন্মুক্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং পর্যটনের স্থানসমূহ:-
১. শালবন বিহার ও প্রত্নতাত্ত্বিক যাদুঘর, কোটবাড়ী, কুমিল্লা (কুমিল্লা শহর হতে প্রায় ৮ কিলোমিটার। কুমিল্লা শহর হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়) ।
২. ২য় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিক্ষেত্র ময়নামতি ওয়ার সিমেট্রি (কুমিল্লা শহর হতে প্রায় ৬কিলোমিটার। ইহা ক্যান্টমেন্ট এলাকায় অবস্থিত। কুমিল্লা শহর হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়) ।
৩. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা (কুমিল্লা শহর হতে প্রায় ৮ কিলোমিটার। কুমিল্লা শহর হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়) ।
৪. জগন্নাথ মন্দির, জগন্নাথপুর, পূর্ব বিবিরবাজার রোড, কুমিল্লা (কুমিল্লা শহরে হতে ৫ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। কুমিল্লা শহর হতে রিক্সা অথবা সিএনজি যোগে যাওয়া যায়) ।
৫. ধর্ম সাগর, ত্রিপুরার মহারাজার খননকৃত দিঘী, কুমিল্লা শহরে অবস্থিত (কুমিল্লা শহরে অবস্থিত।
৬. বৌদ্ধ বিহারের ধবংসাবশেষ, রূপবানমুড়া ও কুটিলামুড়া, বার্ড সংলগ্ন (কুমিল্লা শহর হতে প্রায় ৬কিলোমিটার। কুমিল্লা শহর হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়)
৭. জোড়কানন দীঘি, সুয়াগাজী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা (কুমিল্লা শহর হতে প্রায় ৮কিলোমিটার। কুমিল্লা শহর হতে বাস অথবা সিএনজি যোগে যাওয়া যায়) ।
৮.জগন্নাথ দিঘী, চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লা (কুমিল্লা শহর হতে প্রায় ৪০কিলোমিটার। কুমিল্লা শহর হতে বাস যোগে যাওয়া যায়) ।
৯. বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন,কুমিল্ লা (কুমিল্লা শহরে কান্দিপাড় সংলগ্ন) ।
১০.শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম, রানীর বাজার, কুমিল্লা (কুমিল্লা শহরে রাণীর বাজার সংলগ্ন) ।
১১. রামমালা পাঠাগার ও নাট মন্দির, লাকসাম রোড, কুমিল্লা ।
১২.শাহ সুজা মসজিদ, মোগলটুলী, কুমিল্লা (কুমিল্লা শহরে অবস্থিত) ।
১৩. নবাব ফয়জুন্নেছার বাড়ী, নবাব বাড়ী, চৌমুহানী, কুমিল্লা ।
১৪. সংগীতজ্ঞ শচীন দেব বর্মনের বাড়ী, চর্থা নবাববাড়ী, চৌমুহানী, কুমিল্লা ।
১৫. রাজেশপুর বনবিভাগের পিকনিক স্পট, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা ।
১৬. গোমতী নদী, কুমিল্লা শহরের উত্তর পার্শ্বে, সদর উপজেলা, কুমিল্লা ।
১৭.পুরাতন অভয় আশ্রম (কেটিসিসিএ লিঃ), সদর উপজেলা সংলগ্ন ।
১৮.বাখরাবাদ গ্যাস ফিল্ড, মুরাদনগর উপজেলা, কুমিল্লা ।
১৯. কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী বেগম নার্গিসের বাড়ী, দৌলতপুর, মুরাদনগর, কুমিল্লা ।
২০.নবাব ফয়জুন্নেছার পৈত্রিক বাড়ী, পশ্চিম গাঁও, লাকসাম, কুমিল্লা ।
সম্পাদনায়
ফয়েজ মজুমদার
রোম, ইটালি

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

foyezm

গন মানুষের মুক্তির দিশারী, বঞ্চিত-লাঞ্ছিত জনগনের নির্ভর যোগ্য ঠিকানা, বাংলার মুক্তিকামী মানুষের আস্থার প্রতীক, আধুনিক বাংলাদেশের প্রবক্তা, সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের অতন্দ্র প্রহরী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুগান্তকারী ‘শান্তির মডেলের’ উদ্ভাবনকারী, আমার প্রানপ্রিয় নেত্রী – গনতন্ত্রের মানস কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃতে বাংলাদেশকে আধুনিকরন সহ একটি সুন্দর, নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।কাউকে উপকার করতে পারি বা না পারি, আমার দ্বারা কেউ যেন কোন ভাবে খতিগ্রস্থ না হয়। আমার জন্য সকলে দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সকলের মঙ্গল করুন, সকলে সুস্থ ও ভাল থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *