• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সতর্ক থাকুন ইমেইলে প্রতারিত হওয়া থেকে

Byexperience

Jun 11, 2013

হঠাৎ একদিন মেইল পেলেন সুদূর নাইজেরিয়া কিংবা ইউকে থেকে সুন্দর নামধারী সাথে হয়তো সুশ্রী চেহারার একটা ফটোসহ এক ললনার যিনি আপনাকে তার সম্পত্তির অংশীদার করতে চান কিংবা আমেরিকা কিংবা ঘানা থেকে কোন মেইল পেলেন যেখানে ১০০০০০০ ডলার পুরষ্কার পেয়েছেন আপনাকে জানানো হল!!! খুশিতে বাকবাকুম হয়ে যদি তাদের সাথে যোগাযোগ করেন তবে আপনি হবেন ইমেইল স্ক্যামারদের শিকার।

ইমেইল স্ক্যাম

বর্তনামে ইমেইল স্ক্যামের মাধ্যমে প্রতারকেরা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে সহজ-সরল মানুষদের কাছ থেকে যাদের অনেকেই এই ব্যাপারটি জানেন না। এই ধরনের স্ক্যামাররা মেয়েদের নাম দিয়ে কিংবা সম্পত্তির ভাগ দেওয়ার কথা বলে কিংবা পুরুষ্কারের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে অনেক নিরিহ মানুষকে। অনেকের এই ভেবে বিশ্বাস করে ফেলেন যে তাদের মেইল এড্রেস যেহেতু অন্যকেউ জানে না তাহলে নিশ্চয়ই এটা স্ক্যাম নয়। কিন্তু জেনে রাখুন আপনি আপনার মেইল এড্রেস দিয়ে যেসব জায়গায় নিবন্ধিত হচ্ছেন সেই সব জায়গার অধিকর্তারা এইসব ইমেইল খুবেই উচ্চদামে এইসব প্রতারক চক্রের কাছে বিক্রি করে দিচ্ছেন। তাই সব জায়গায় ইমেইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরী।

ইমেইলে প্রতারনার হাত থেকে বাঁচার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ৫ টি গুরুত্বপুর্ণ টিপস। আশাকরি অনেকেই উপকৃত হবেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করার অনুরোধ রইল।

১.যদি আপনি নিবন্ধন করতে চান কোন পাবলিক ফোরাম বা বিভিন্ন নিউজলেটার এর তাহলে সবচেয়ে ভালো হয় এটার জন্য একটি আলাদা ই-মেইল এড্রেস ব্যবহার করুন। এটার মানে এই নয় এদরে মধ্যে সবকছিুই ক্ষতিকর, কিন্তু আপনাকে অবশ্যই সর্তক থাকা উচতি।

২.অনেকের এই বিভিন্ন ইমইেলএড্রেস দরকার রয়েছে, যাদের অনলাইনে বিভিন্ন কাজ কারবার রয়েছে। এই ব্যাপারে বলা যায়, কখনোই আপনার ই-মেইল এড্রেস অপরিচিত কাউকে ব্যবহার করতে দিবেন না। যদি আপনি ম্যানেজ করতে পারেন, তবে আপনার জন্য একাধিক ই-মেইল চালু করুন। প্রথমটি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য অপরটি সকল পাবলিক ফোরাম, ব্লগসাইট ও নিউজপেপার ইত্যাদির জন্য, তৃতীয়টি ব্যবহার করুন আপনার অনলাইন শপিং এর জন্য। এটা অবশ্যই হ্যাকারদের ক্ষতিকর প্রভাব থেকে আপনার গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণে সাহায্যে করবে।

৩. বিভিন্ন কোম্পানী ও প্রতারকদের নিজস্ব টুলসের দ্বারা আপনার মেইল এড্রেস সনাস্ত করে। ঐই টুলসগুলো এড্রেস সনাক্ত করে এবং মেইল এর মাধ্যমে অটোমেটিক ভাবে প্রেরন করে। কোন সময় আপনার ইনবক্স মেইল এর বন্যায় আক্রান্ত হয়ে যায় যাহা কোন কারনেই ভালো নয়। তাই ওয়েব সাইট/ব্লগ বা যে কোন সাইটে আপনার মেইল এড্রেস না দিয়ে চলার চেষ্টা করবেন। যদি দরকার হয়, তবে বলবেন তাদের আপনার সাথে কন্ট্রাকফর্মে যোগাযোগ করতে।

৪. কিছু কোম্পানী তাদের প্রতারণার জন্য স্বীকৃত। তারা প্রতিদিন আপনাকে মেইল করবে এবং আপনি জানেন তাদের থেকে আনসাবিস্ক্রাইব করার কোন উপায় নেই। তাই ভবষ্যিতে ঝামলো এড়ানোর জন্য কখনোই এদের থেকে কিছু কিনবেন না।

৫. ই-মেইল ফিল্টার খুবই দরকারী যদি আপনি মেইল বন্যায় আক্রান্ত হন । যদি প্রতিদিনের মিনিমাম একশটি মেইলের দ্বারা ইমইেল বন্যায় আপনার একাউন্ট আক্রান্ত হয় তবে ইমইেলে ফল্টিারিং ব্যবস্থা ব্যবহার করতে পারনে। এটা অল্প কিছু সময় নিবে খুঁজে বের করতে অপ্রয়োজনীয় মেইল। প্রতিটি ইমেইল এর অপশানে গেলে এই অপশানটি পাবেন। ই-মেইল ফিল্টারের মাধ্যমে ইনবক্স এর বিশাল আয়তন হ্রাস করবে এবং আপনাকে বাঁচিয়ে দিবে কিছু সময়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version