• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

মুভি পাগলদের জন্য না পড়লে মিস করবেন।কিভাবে অনলাইনে যেকোনো মুভি দেখবেন ভিডিও টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ByLesar

Aug 10, 2014

আমাদের মধ্যে যারা মুভি পাগল বা বিভিন্ন ইংলিশ,বাংলা ও হিন্দি মুভি দেখার জন্য অনলাইনে বিভিন্ন সাইটে খুঁজাখুঁজি করেও নিজের পছন্দ মতো ছবিটি দেখতে পান না? বা খুঁজে পেলেও কিভাবে মুভিটি দেখবেন কোন প্রকার ঝামেলা ছাড়া? তাদের জন্য আমাদের আজকের এই পোস্ট।

আমরা আজকে আপনাদের জন্য অনেক ভালো মানের একটি অনলাইন নতুন নতুন সব মুভি পাওয়া যায় সেই রকম একটি লিঙ্ক এর সাথে পরিচয় করিয়ে দিবো, সাথে থাকছে একটি ভিডিও টিউটোরিয়াল যা দেখে যারা কম্পিউটারে নতুন তারাও খুব সহজে এখন থেকে অনলাইনে আপনার পছন্দ মতো যেকোনো ছবি দেখে নিতে পারবেন। কেননা ইন্টারনেটের বিশাল জগতে লক্ষ্য লক্ষ্য ওয়েব সাইট রয়েছে আর এতো গুলোর মাঝে মনের মতো বা ভালো মানের সাইট কিন্তু হাতে গোনা কয়েকটা। আর তাই আমরা আপনাদের মাঝে সেই লক্ষ্য লক্ষ্য সাইটের মধ্যে ভালো যে সাইট সেটাই তুলে ধরবো।আসলে এই সাইট টার কথা না বললেই নয়!!খুবই আপডেট একটা সাইট। দুপুর ১২টায় যে ছবি মুক্তি পায় সেটা রাত ১২ টার আগেই এই সাইট এ পাবেন। তাহলে আর দেরি না করে এখানে ভালো করে নিচের ভিডিওটি দেখুন। এবং ভিডিওটি দেখে যখন বুঝে যাবেন।তখন ভিডিওটি নিচে সেই সাইটের এড্রেস দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আমার পছন্দ মতো ঘরে বসে বিভিন্ন ছবির দেখার আনন্দ উপভোগ করুন।

[youtube C67HzhVlBiY?modestbranding=1&rel=0 nolink]

ওকে এবার সেই সাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “মুভি পাগলদের জন্য না পড়লে মিস করবেন।কিভাবে অনলাইনে যেকোনো মুভি দেখবেন ভিডিও টিউটোরিয়াল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
  1. ki sob vua web site den movie dekhar. movierulz bolen ar joto website ache, hindi movie and serial dekhar jonno sobar baap desirulez.net

    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা এখানে এই লিঙ্কটি দিয়েছি কারন যারা নতুন তারাও এখান থেকে আমাদের দেখানো পদ্ধতিতে খুব সহজেই ছবি গুলো দেখতে পারবে। আর দেশিরুলস এর মধ্যে অনেক ধরণের আজেবাজে বিজ্ঞাপন ও আপনার কম্পিউটারের মারাত্মক ক্ষতিকারক লিঙ্ক থাকে যা আপনি না জানার কারনে আপনার কম্পিউটারে নানা ধরণের সমস্যা দেখা দিবে। কাজেই আমরা যেটা দিয়েছি সেটা জেনে শুনেই দিয়েছি। যাতে করে সাপ ও মরে লাঠিও না ভাঙ্গে। আর একটি কথা মনে রাখবেন চকচক করলেই সোনা হয় না। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version