• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সহজে ইতালিয়ান রেসিডেন্স কার্ড বা কার্টা ডি ইদেন্তিতা করার নিয়ম

Bynahid

Jun 1, 2013

বন্ধুরা আমাদের অনেকেই যারা ইতালি থাকি তারা রেসিডেন্স কার্ড বা কার্টা ডি ইদেন্তিতা নিয়ে সমস্যায় ভুগে থাকি। কেননা এখানে এই রেসিডেন্স কার্ড বা কার্টা ডি ইদেন্তিতা বানানোর ক্ষেত্রে অনেক নিয়ম কানন রয়েছে তাই আমাদের অনেকেই এটি করে উঠতে পারেননা। তাই আপনাদের আজ শেখানো হবে কিভাবে খুব সহজে এই কার্ড টি করা যায়। প্রথমে আমরা এর কিছু নিয়ম সম্পর্কে জেনে নেই। ইতালিতে রেসিডেন্স কার্ড করার জন্য আপনার নামে একটি নিজের বাসা বা ভাড়া বাসা থাকতে হবে, তাহলে আপনি নিজের জন্য এবং অন্যদের জন্যও আপনার বাসার এড্রেসে রেসিডেন্স কার্ড জমা দিতে পারবেন। এখানে একটি জিনিস জেনে রাখা ভালো, যে আপনার বাসার এড্রেসে আপনি কতো গুলো রেসিডেন্স কার্ড জমা দিতে পারবেন এটি নির্ভর করে আপনার বাসার মাপের উপর। যেমন ইতালিয়ান আইন অনুযায়ী এক জন বেক্তির জন্য প্রয়োজন ১৫ Mq (metri quadri)। যেমন মনে করি আপনার বাসায় ৩ টা রুম সহ ১টা বাথরুম ও কিচেন রয়েছে এবং এসব গুলো মিলিয়ে আপনার বাসার মাপ হচ্ছে ৭৫ Mq তাহলে আপনি আপনার এই বাসার নামে ৫ জনের জন্য রেসিডেন্স কার্ড জমা দিতে পারবেন। কিন্তু দুঃক্ষের বিষয় যে ইতালিতে একটি বাসা ভাড়া করে থাকতে গেলে বাংলাদেশী টাকায় ৯০,০০০ হাজার থেকে লাখ টাকার উপরে খরচ পড়ে যায়, আর এই কারনে প্রায় ৮০% বাঙালীদের বাসাতে দেখা যায় যেখানে তার বাসায় থাকতে পাড়বে ৫ জন কিনতু সে টার বাসায় লোক রেখেছে ১০ জন ১২ জন, এক এক রুমে ৩ জন ৪ জন করে।আর এর জন্য ৫ জন ছাড়া বাকিরা রেসিডেন্স কার্ড জমা দিতে পারেনা। যেহেতু এটি একটা বড় সমস্যা তাই অনেকে অন্য বাড়িওয়ালার সাথে চুক্তিতে টাকা দিয়ে এই কার্ড করে থাকেন কিন্তু তারপরেও অনেকের ভাগ্যে এটিও জুটে না। আর তাই আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবো যার মাধ্যমে আপনি খুব সহজে এই কার্ড করিয়ে নিতে পাড়বেন। উল্লেক্ষ ইতালিতে আপনি যত দিন ধরেই থাকেন না কেন এই রেসিডেন্স কার্ড ছাড়া আপনি ইতালির পাসপোর্ট এর জন্য কখনো অ্যাপ্লাই করতে পাড়বেন না কেননে ইতালিয়ান নিয়েম অনুযায়ী ইতালিয়ান পাসপোর্ট পেতে হলে আপনার রেসিডেন্স কার্ড এর মেয়াদ ১০ বছর হতে হবে, তাই এটি করে রাখা খুবী গুরুত্বপূর্ণ। তো চলুন দেখি কি ভাবে কি করতে হবে।

ইতালিতে প্রবাসীদের জন্য কিছু মানবাধিকার সংস্থা রয়েছে যেগুলোকে বলা হয় কারিতাস(Caritas) এরা ইতালিতে বসবাসকারী বিদেশীদের অধিকার ও নানান রকমের সমস্যা নিয়ে ইতালির সরকার থেকে শুরু করে সকল প্রশাসনের কাছে তুলে ধরে এবং সমস্যা সমাধানের চেষ্টা করে। আর এদেরি একটি রোমে অবস্থিত যার মাধ্যমে আপনি আপনার রেসিডেন্স কার্ড করিয়ে নিতে পাড়বেন। রেসিডেন্স কার্ড করাতে প্রথমে ওদের অফিসে যেতে হবে যেটি ইতালির রোমে ভিয়া কেসিলিনা রোড এ via Giggi Pizzirani, 25 তে অবস্তিত ওদের সংস্থার নাম [Centro S.Maria dell’Accoglienza] ।

যা যা লাগবে? ভেলিড পাসপোর্ট, পেরমেসস দি সৌজর্ন্য ,কোদিচে  ফিসকালে,৩ কপি পাসপোর্ট সাইজ  ছবি ও ৭০ ইউরো । অফিস টাইম সোমবার থেকে শুক্রবার  সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর শুধু মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা  ও বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত  । এখানে উল্লেখিত ডকুমেন্ট ৭০ ইউরো নিয়ে যাওয়ার পর প্রথমে ওরা আপনাকে ওদের সদস্য বানাবে এবং একটা কারিতাস এর কার্ড দিবে ও রেসিডেন্স বানানোর জন্য একটি ফলিও(কাগজ) সহ তারা আপনাকে কমুনির ঠিকানা দিয়ে কমুনি যেতে বলবে। কমুনিতে যেয়ে টোকেন নিয়ে আপনাকে যে ফলিও(কাগজ) দিয়েছে কারিতাস থেকে  তা নিয়ে কমুনিতে জমা দিতে হবে । তখন তারা আপনাকে একটি রিসিট দিয়ে ৪৫ দিন পর যেতে বলবে। ৪৫ দিন পর যখন আপনি রেসিডেন্স কার্ড তুলতে যাবেন,তখন আপনার ৩ কপি ছবি ও কমুনি থেকে ৫,৫০ ইউরো দিয়ে একটা ফর্ম কিনতে হবে যেখানে আপনার বিস্তারিত লিখে জমা দিলে ওরা রেসিডেন্স কার্ড দিয়ে দিবে । এর পর থেকে আপনার সব চিঠিপএ via Giggi Pizzirani, 25 তে [Centro S.Maria dell’Accoglienza] এই ঠিকানাতে যাবে যা আপনি খুব সহজেই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। উল্লেক্ষে ওরা আপনার নামে যেকোনো চিঠি খুব যত্ন সহকারে রেখে দিবে যা আপনি মাসে,বছরে একবার গিয়ে সংগ্রহ করতে পাড়বেন। কিন্তু এর জন্য ওদের প্রতি বছর সার্ভিস চার্জ হিসেবে ৭০ ইউরো করে দিয়ে যেতে হবে।

বিঃদ্রঃ এটি শুধু রোম থেকে করা সম্ভব তবে আপনি ইতালির যেখানেই থাকেন না কেন যদি আপনি চাইলে একদিন এসে জমা দিয়ে ৪৫ দিন পর এসে তুলে নিয়ে যেতে পাড়বেন। যদি আপনাদের মনে আরো কোন প্রস্ন থাকে তো নিচে কমেন্ট এর মাধ্যমে আমাকে করতে পারেন ধন্যবাদ। এই লেখাটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করুণ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

২ thoughts on “সহজে ইতালিয়ান রেসিডেন্স কার্ড বা কার্টা ডি ইদেন্তিতা করার নিয়ম”
  1. Hi, Thnx for the info. Would u mind to share some other address where we can make the residence card?
    Waiting for ur quick reply.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version