জেনে নিন আপনার Permesso di Soggiorno সম্পর্কে বিস্তারিত।
আমরা যারা ওয়ার্ক পারমিট বা( Permesso di Soggiorno) নবায়ন করতে দেই, তাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না নবায়ন করতে দেওয়ার পর কিভাবে এর সম্পর্কে বিস্তারিত জানা যায়, যেমনঃ ১- নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, না আরো সময় লাগবে ? আর সম্পূর্ণ হয়ে থাকলে কবে বা কোন থানা থেকে গ্রহণ করা যাবে।
২- নবায়ন করতে দেওয়ার পর যদি আপনার কোন ডকুমেন্ট বা কাগজ পত্র বাকি থেকে থাকে তার সম্পর্কে বিস্তারিত জানা ইত্যাদি।
পেরমেসসো দি সৌজর্ন্য সম্পর্কে এই তথ্য গুলো জানার জন্য দুই’টি অনলাইন সাইট রয়েছে, আমরা এই সাইট গুলো থেকে বিস্তারিত তথ্য জানতে পারবো।
পেরমেসসো দি সৌজর্ন্য নবায়ন করার জন্য জমা দিলে ডাকঘর/পোস্ট অফিস থেকে আপনাকে যে রিসিত গুলো দিয়ে থাকে তার মধ্যে একটিতে রয়েছে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড যা দিয়ে আপনি এই সাইট এর মাধ্যমে আপনার পেরমেসসো দি সৌজর্ন্যর বর্তমান অবস্তা সম্পর্কে জানতে পারবেন।
উল্লেখ্য এক এক সাইটে এক এক রকম তথ্য দিয়ে থাকে । একটি আপনাকে শুধু সৌজর্ন্য রেডি হয়েছে কিনা,হয়ে থাকলে কবে বা কোন থানা থেকে গ্রহণ করা যাবে বা এখনো এর কাজ চলছে সম্পর্কে জানাবে।
ও অন্যটি আপনার সব বিস্তারিত জানাবে যেমনঃ আপনি জমা দিয়েছেন কিন্তু আপনার কিছু ডকুমেন্ট বাকি রয়েছে বা আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট এর দিন যেতে পাড়েন নি সে খেত্তে ফিঙ্গার প্রিন্ট এর পরবর্তী তারিখ সহ আরো বিস্তারিত জানাবে এই সাইটে।
এবার আমরা চিত্র সহ দেখবো কিভাবে কন্ট্রোল করতে হয়।
নিচের চিত্রে দেখানো হোল যে রিসিট টি আপনার লাগবে।
যারা সৌজর্ন্য নবায়ন করতে দিয়েছেন তাদের উপরের ছবির মতো একটি রিসিট রয়েছে। এর মধ্যে দেখুন উপরে password ও user id রয়েছে এই দুটো জিনিস আপনার প্রয়োজন হবে।
১- শুধু সৌজর্ন্য রেডি ও কোন থানা থেকে গ্রহণ করা যাবে তা জানতে এখানে ক্লিক করুণ।
নিচের ছবির মতো একটা পেজ আসবে ছবিটা দেখুন।
ছবিতে দেখানো মতো আপনার password দিয়ে নিচের Invia নামে বাটনে ক্লিক করুণ,তাহলে আপনাকে জানিয়ে দিবে যদি রেডি হয়ে থাকে ।
২- সৌজর্ন্য সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।
নিচের ছবির মতো একটা পেজ আসবে ছবিটা দেখুন।
এখানে nome Utente এর ঘরে আপনার রিসিট এর User id ও Password এর ঘরে password এর নাম্বার দিয়ে Conferma নামক বাটতে ক্লিক করুণ। তাহলে আপনাকে আপনার সৌজর্ন্য সম্পর্কে বিস্তারিত জানাবে।
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যদি কারো বুঝতে সমস্যা হয় তো আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পাড়েন,আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]