সম্পূর্ণ লাল,এয়ার কন্ডিশনার,আরামদায়ক,প্রতিবন্ধী মানুষের জন্য পরিপূর্ণ বেবস্থা এবং সর্বশেষ প্রজন্মের যানবাহন হিসেবে এটি হবে রোমবাসীর জন্য এক অসাধারণ পাওয়া। রোমের পরিবহন মেয়র Alemanno আজ এই বাস গুলো উদ্ভবনের মাধ্যমে পরিদর্শন করেন। সর্বমোট ৩৩৭ টি নতুন বাস নামানো হবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন এই পরিবহন গুলো ক্রয় বাবদ ইতালির পরিবহন সমিতি Atac কে গুনতে হয়েছে ১১৫ মিলিয়ন ইউরো। এ বছরের জুন মাস থেকে রোমের রাস্তায় দেখাযাবে নতুন পরিবহন গুলো। এটি সর্বশেষ প্রজন্মের যানবাহন হওয়ায় এতে থাকবে প্রতিবন্ধী মানুষের জন্য বাসে উঠা নামার বিশেষ বেবস্থা।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]