পুরুষদের চেয়ে বুদ্ধি বেশি নারীদের! অবাক হচ্ছেন এ কথা শুনে! অবাক হবার কিছু নেই। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানীদের নতুন একটি গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। কারণ পুরুষের তুলনায় নারীদের মস্তিষ্কের আকার ছোট হলেও মস্তিষ্ক ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন নারীরা বলে গবেষকদের ধারণা।
পুরুষের মস্তিস্কের কোষগুচ্ছের সংখ্যা বেশি হলেও সেগুলোর আন্তঃযোগাযোগ কম। কিন্তু নারীদের মস্তিষ্কের কোষগুচ্ছের সংখ্যা কম হওয়া সত্ত্বেও সেগুলোর আন্তঃযোগাযোগ বেশি ফলে তারা দ্রুত চিন্তা করতে সক্ষম।
দেখা যায়, পুরুষের হিপ্পোক্যাম্পাসও নারীর তুলনায় আকারে বড়। কিন্তু গবেষকদের ধারণা হিপ্পোক্যাম্পাস ছোট হওয়াই ভাল। কারণ মস্তিষ্কের এই অংশটি ছোট হলেই তা বেশি কার্যক্ষম হয়।
নারীদের মস্তিষ্কের আকার পুরুষের তুলনার ৮ শতাংশ ছোট হওয়া সত্ত্বেও কীভাবে তারা পুরুষের সমান দক্ষতার সঙ্গে কাজ করতে পারে তা খুঁজে বের করতেই এ গবেষণা চালানো হয়।
গবেষণায় মানসিক দক্ষতা যাচাই করতে ১৮ থেকে ২৭ বছর বয়সী ৫৯ জন নারী ও ৪৫ জন পুরুষের পরীক্ষা নেওয়া হয়।
ক্যাম্বব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রেভর রবিন্স বলেন, গবেষণাটি চমকপ্রদ তবে বিষয়টি নিয়ে আরো পরীক্ষা নীরিক্ষা চালাতে হবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]