• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীতে আবারো ২০১৩ সিজনাল ভিসায় ৩০ হাজার শ্রমিক আনার ঘোষণা (তবে এবার বাদ পড়লো বাংলাদেশ)

ByLesar

Mar 21, 2013

ইতালীর নিয়মিত সিজনাল ভিসায় আবেদনপত্র জমা নেয়া শুরু হয়েছে। প্রতিবছর দক্ষিন এশিয়ার মধ্যে ভারত, শ্রীলংকা আর পকিস্থানের নাম থাকলেও এবারই বাদ পড়েছে বাংলাদেশ। বিশেষ সূত্রে জানা গেছে ব্যাপক দুনীর্তি, দালাল চক্রের প্রভাব এবং এই কোটায় বাংলাদেশীরা ইতালী এসে রিপোর্টিং না করার কারনে এবারে বাংলাদেশ বাদ পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসে অনেকেই তথ্য জানাতে চাইলে- দূতাবাস থেকে বলা হয়েছে বিষয়টি ইতালী সরকারের এখতিয়ারভুক্ত। তবে শীঘ্রই তারা এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করবেন।

বিষয়টি জানার জন্য এই প্রতিবেদক সরকারের শ্রম মন্ত্রলায়ে যোগাযোগ করলে বলা হয় নতুন করে সিজনাল ভিসায় আবেদন করতে পারবেন শুধুমাত্র আল বেনিয়া, আলজেরিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, মিশর, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, ভারত, কোসভো, মাসডোনিয়া, মরক্কো, মরিশাস, মলদোভা, মনতেনেগরো, নিজার, নাইজেরিয়া, পাকিস্থান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলংকা, ইউক্রেইন এবং তিউনেশিয়া। এই সব দেশে বসবাসকারী নাগরিকদের জন্য মালিকগন অনলাইনে আবেদন জমা দিতে পারবেন ২০ মার্চ থেকেই।

এদিকে ১৯মার্চ ইতালী সরকারের আর একটি নোটিশে জানানো হয় উল্লেখিত দেশের বাইরে যেসব দেশের নাগরিকরা আগে কৃষি বা সিজন্যাল ভিসায় নিয়ম অনুযায়ী ইতালীতে এসে কাজ করেছেন তারা এ বছরে ঘোষিত  কোটায় আবারও এই প্রক্রিয়ায় আসতে পারবেন। এ তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এবারে প্রথমবারের মতো সিজনাল ভিসায় কেউ আবেদন পারবে না, তবে ২০১২ সালে যারা সিজনাল ভিসায় ইতালীতে প্রবেশ করে নিয়মিত কাজ করেছেন শুধুমাত্র তারাই চাইলে এবারো পূনরায় এই প্রক্রিয়ায় তাদের মালিকের মাধ্যমে আবেদনের যোগ্য হবেন।নিচের ছবিটিতে বিস্তারিত জানতে পারবেন।

 

আরো বিস্তারিত তথ্যেও জন্য অনলাইনে ইতালী স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইটwww.interno.gov.it  ভিজিট করতে পারেন।

 

কিছু গুরুত্বপূর্ণ কথাঃ আমরা অনেকেই ইতালি আসার জন্য পাগল। কিন্তু ইতালীর বর্তমান অবস্থা খুবিই খারাপ যা বর্ণনা করে বলে শেষ করা যাবে না। ২০০৬ থেকে শুরু বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বর্তমানে ২০১৩ তে এসে এতোই প্রভাভিত হয়েছে,যা সত্যিই আমাদের মারাক্তক ভাবে ভাবিয়ে ছাড়ছে। তাই যদি আপনার ইতালি আসার কোন মনমানসিকতা থাকে,তাহলে  অবশ্যই ইতালীতে আসার জন্য কাউকে টাকা দেওয়ার আগে প্রথমে আপনার খুব পরিচিত ও বিশ্বস্ত কারো কাছে পরামর্শ করে নিন, যে কেমন আছে তারা এখন ইতালীতে?

এই সম্পর্কে আমাদের আরো কিছু মূল্যবান লিখা রয়েছে, চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version