আগামীকাল ২৩ মার্চ এর প্রথম প্রহরের সাথে সাথেই শুরু হবে আবহাওয়ার পরিবর্তন এবং এটি আগামী ২৪-৩৬ ঘণ্টা পর্যন্ত স্থগিত থাকবে। এতে ব্যাপক বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া,শিলাবৃষ্টি সহ প্রচন্দ বেগে বাতাস ইত্যাদির শঙ্কা রয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক কার্যকলাপ বিচ্ছিন্ন, কিছু কিছু সরকারি পরিবহনের যোগাযোগ বন্ধ থাকতে পারে। ইতালির অন্যান্য এলাকার মতো রোমেও এই দুর্যোগ মোকাবেলা করার জন্য চলছে ব্যাপক বন্দবস্থা। রোমে ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ ‘’Dipartimento della Protezione Civile’’ এই উপলক্ষে আগামীকাল সাকাল ৮ টা থেকে তাদের ১০ টি ভলান্টিয়ার গ্রুপ নিয়ে সমগ্র রোম জুড়ে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। কাজেই যারা নিজ নিজ গাড়ি দিয়ে কাজে যান এবং যারা ঘর থেকে থেকে বের হবেন!! দয়া করে একটু সতর্ক থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন, আর প্রয়োজনে কোথাও গিয়ে আশ্রয় নিবেন।ধন্যবাদান্তে আমিওপারি ডট কম টিম।