• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীর নগরী ভিচেন্সার বর্তমান কর্মজীবিদের জীবন্ যাত্রার মান

ByLesar

Feb 11, 2013

বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবের কারণে ইটালীর উত্তরাঞ্চল এলাকার শিল্প নগরী ভিচেন্সায় বেকারত্তের হার বেড়েছে প্রায় ১০ হাজার এবং এদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশী । যারা চামড়া,স্বর্ণ ও বস্ত্র শিল্পকাঁরখানার শ্রমিক হিসেবে বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছেন কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবে এখন তারা বেশ ক্ষতিগ্রস্ত। উত্তর ইতালীর শিল্পকাঁরখানার চাকা ঘুরার সাথেই নির্ভর করে ইতালির অর্থনৈতিক সম্পর্ক। উত্তর ইতালীর ভিচেন্সা, বিশ্ববাজারে অতি সুপরিচিত একটি নাম, কেননা ইতালীর অর্থনৈতিক খাঁতে উত্তর ইতালীর ভিচেন্সা নগরী ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু ইতালীর বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাবের ফলে দিন দিন এখানকার কর্মজীবীদের মধ্যে বেড়ে উঠছে বেকারত্তের সংখ্যা। স্থানীয় সিজিআই এলের তথ্য অনুযায়ী বর্তমানে ভিচেন্সা প্রদেশে প্রায় ১০ হাজারেরও বেশি কর্মজীবী বেকারত্তে ভুগছে।ভিচেন্সা মুলত চামড়া,স্বর্ণ ও বস্ত্র শিল্পের জন্য বিশ্ববিখ্যাত আর এই তিন শ্রেণীর কর্মজীবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি এবং তাদের মধ্যে বেশির ভাগ সংখ্যায় যজুবক।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube J6brIKeIGIg nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version