• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জেনে রাখুন কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট, আপনার কাজে লাগবে

Byadilzaman

Dec 30, 2012

QX400B2

ধরুন কোনো কারনে আপনার মাউস নষ্ট হয়ে গেলো, তখন কি করবেন…? আপনি চাইলেই পিসির কাজ গুলো কী-বোর্ড দিয়েই সারতে পারবেন। আমরা অনেকেই আমাদের কী-বোর্ডের সবগুলো শর্টকাট জানিনা বা জানলেও ব্যবহারে উৎসাহি না।
কিন্তু, যদি আপনি যদি আপনার পিসির কী-বোর্ডের গুলো ব্যবহারে অভ্যস্ত হন,তবে আপনি অনেক দ্রুত কম্পিউটার অপারেট করতে পারবেন এবং আপনার মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।

অথবা ধরুন কারো পিসিতে মাই কম্পিউটার অপসানটি নেই -সেক্ষত্রে আপনি Windows key + E চেপে মাই কম্পিউটার ওপেন করতে পারবেন।
কী-বোর্ডের এই শর্টকাট গুলো সকলের জেনে নেয়া অনেক জরুরী।
নিচে কী-বোর্ডের সর্টকাট গুলো দেয়া হলোঃ-

• Windows key – access Start menu

• Windows key + Pause – open System Properties

• Windows key + D – minimise/restore windows

• Windows key + F – open Search window

• Windows key + F1 – open Help and Support Center

• Windows key + E – open Windows Explorer window

• Windows key + M – minimise all windows

• Windows key + TAB – move through open windows on Taskbar

• Windows key + SHIFT + M – restore all windows

• Hold CTRL while dragging – make a copy of selected item

• Hold CTRL + SHIFT while dragging – make a shortcut to selected item

• CTRL + ESC – open Start menu

• CTRL + C – Copy

• CTRL + X – Cut

• CTRL + V – Paste

• CTRL + A – Select All

• CTRL + Z – Undo

• CTRL + B – Bold highlighted text

• CTRL + U – Underline highlighted text

• CTRL + I – Italicise highlighted text

• CTRL + Plus key – increase browser text size

• CTRL + Minus key – decrease browser text size

• CTRL + ALT + DELETE – open Task Manager

• ALT + underlined letters in menus – open menu item

• ALT + ENTER – show Properties of selected object

• ALT + F4 – close current window or program

• CTRL + F4 – close window within program

• ALT + TAB – switch between open windows or programs

• TAB – move forwards through control items or links in current window

• SHIFT + TAB – move backwards through control items or links

• ENTER – click selected control item or link

• BACKSPACE – move up one folder level

• HOME – go to start of current line or web page

• END – go to end of current line or web page

• CTRL + END – go to end of current document

• PAGE UP – move up through current document or web page

• PAGE DOWN – move down through current document or web page

• PRINT SCREEN – take snapshot image of current screen

• ALT + PRINT SCREEN – take snapshot image of current window

• F2 – rename selected item

• F5 – refresh current window or web page

• F6 – move through window panes

পোস্টি পড়ে ভালো লাগলে মন্তব্য করে জানাবেন।

সবাই ভালো থাকবেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

One thought on “জেনে রাখুন কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট, আপনার কাজে লাগবে”
  1. শর্টকার্ট কি দিয়ে আমাদের অনে উপকার হয। আপনাদের অকে ধন্যবাদ। আমরা অনেক কিছুই জানতামনা শর্টকার্ট কি সম্পর্কে এখন মোটামুটি জানতে পেরে ভালই লাগছে। তবে কি গুলো কপি করা গেলে আরো ভাল হতো কারন, যদি প্রিন্ট করতে পারা যেত তাহলে কাজ করতে গিয়ে দেখে ব্যবহার করা যেত এবং মুখস্থ হয়ে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *