• Mon. Dec ৪, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

pc বা Laptop থেকে WiFi দিয়ে নেট শেয়ার করুন

Byadilzaman

Dec 25, 2012

laptop-wireless-internet-access

আমরা অনেকেই pc বা Laptop থেকে WiFi দিয়ে নেট শেয়ার করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে থাকি । কিন্তু এইসকল সফটওয়্যার এর অনেক সিমাবদ্ধতা থাকে, তাছাড়া install করার সময়-ও অনেক ঝামেলা পোহাতে হয় । তাই আজ আমি সফটওয়্যার ছাড়া কিভাবে নেট শেয়ার করা যায় তাই দেখাব । এই প্রক্রিয়াটি Windows 7 এর জন্য ।

প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার PC বা laptop এ .Net Framework 4.0 install করে নিন

Windows 7

Open the Start Menu.
Click Control Panel.
Click Network and Internet.
Click Network and Sharing Center.
workiUnder Change your netng settings, click Set up a new connection or network.
Select Set up a wireless ad hoc (computer-to-computer) network.
Click on Next twice.
Enter the Network name such as “LogicNetwork“.
Select the Security WAP (or WEP).
Enter the Security key or password.
Check Save this network check box.
Click Turn on Internet connection sharing.
এইবার আপনার WiFi enabled device দিয়ে শেয়ার করা নেট ব্যাবহার করুন কোনরকম সিমাবদ্ধতা ছাড়া

আরো tips পেতে দেখুন fb পেজ

 [[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

৫ thoughts on “pc বা Laptop থেকে WiFi দিয়ে নেট শেয়ার করুন”
  1. আমি কম্পিউটার থেকে মোবাইল iphone4 ইন্টারনেট বেবহার করতে চাই , দযা করে বেবহারের নিয়ম টা জানাবেন .

    1. এর জন্য আপনার কম্পিউটার এ wifi থাকতে হবে । না থাকলে একটি wifi এডাপটার কিনে করতে পারেন । adapter এ share করার option দেয়া থাকে ।

  2. আমার পিসি অনেক স্লো কাজ করে,ফাইল খুলতে + নেট ব্যাবহার করতে অনেক সময় নেয়। কি করলে পিসি দ্রুত হবে । আমার পিসি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করা তাই ইতালিয়ান এ জানালে উপকৃত হব + কি করে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করতে হয়।

    1. Dear Rakib ভাই অনেক কারনে পিসি স্লো হয়ে যেতে পারে এর মধ্যে প্রধান কারন গুলোর মধ্যে যেমন> অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইন্সটল করা, ইন্টারনেটের টেম্পোরারি ফাইল গুলো ডিলিট না করা ইত্যাদি।আপনি কয়েকটি কাজ করে পিসির স্প্রীদ বারাতে পারবেন আর সেই টিপস গুলো নিয়ে আমরা খুব সিগ্রই একটি পোস্ট করব। তবে আপনি যদি চান তাহলে আপনার উইন্ডোজ নতুন করে ইন্সটল করে পুনরাই এর স্প্রীদ বারিয়ে নিতে পারেন, অন্যথায় আপনাকে আমাদের পোস্ট এর জন্য অপেক্ষা করতে হবে।

  3. অনেক অনেক ধন্যবাদ রাসেল ভাই।অপেক্ষায় রইলাম পোস্ট এর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *