গ্রীসের রাজধানী এথেন্সে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) এর পক্ষে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) সম্পর্কে সবাই একমত প্রকাশ করেন ও সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সকল প্রতিষ্ঠাতা সদস্য দের কে শুভেচছা জানান।বাংলাদেশীদের সংগঠন সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) ১৬ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেয়া হয়েছে। সাতটি বিভাগে এ সম্মাননা দেওয়া হয়।বাংলাদেশী ইতালি প্রবাসী নাগরিক ATN বাংলার সাংবাদিক হাঁসান মাসুদ গ্রীসের রাজধানী এথেন্সের ওমনিয়া কালিয়া গল্লি নামন জায়গাতে এসে ওই সব সভাপতিদের রিপোর্ট করেছেন। সাংবাদিক হাঁসান মাসুদ এর এই রকম রিপোর্ট ও বাংলাদেশ কমিউনিটি গ্রীসের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়েবা চেয়ারপার্সন প্রকৌশলী ড.জয়নুল আবেদীন কে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের অবৈদ সভাপতি বলাতে, হাজার হাজার গ্রীস প্রবাসী বাংলাদেশীরা এর প্রতিবাদ জানান, বাংলাদেশী ইতালি প্রবাসী নাগরিক ATN বাংলার সাংবাদিক হাঁসান মাসুদ কে দিককার জানান ,ড.জয়নুল আবেদীন গ্রীস প্রবাসী বাংলাদেশীদের সব চাইতে সম্মানীয় ব্যাক্তি, গ্রীস প্রবাসী বাংলাদেশীরা ড.জয়নুল আবেদীন কে অনেক সম্মান করেন, এ রকম একজন সম্মানীয় ব্যাক্তির নামে এই সব মিথ্যা লেখার জন্য সাংবাদিক হাঁসান মাসুদ কে গ্রীস প্রবাসী বাংলাদেশীরা দিককার জানান।ইতালি থেকে তাইফুর রহমান ছোটন কে সহ সভাপতি ম এ রব মিন্টু কে প্রচার সম্পাদক এবং সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম কে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube KgC3UFTMcLc?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]