• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

পর্তুগালে ২০১৮ সালে কিভাবে অবৈধরা বৈধ হবেন?সরকারের নতুন ঘোষণা।

ByLesar

Jul 2, 2018
portugal oboidho theke boidho

যুবরাজ শাহাদাতঃ প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বর্তমানে ইউরোপের বৈধ হওয়ার দেশ পর্তুগাল নিয়ে। তবে আজকের এই পোস্টটি পরার আগে আমিওপারিতে গতমাসে তথা ১৪/জুন/২০১৮ তে পর্তুগালের অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার উপর সরকার যে  সাধারণ ক্ষমার বিষয় নিয়ে একটি আইন প্রকাশ করেছে সেই বিষয় নিয়ে একটি পোস্ট করা হয়েছিল যেমনঃ  পর্তুগালের পার্লামেন্টে অভিবাসীদের লিগালাইজেশনের ব্যাপারে তথা পর্তুগালে অবৈধ দের বৈধ করার ব্যাপারে নতুন কিছু প্রস্তাবনার খসড়া অনুমোদন হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছেলি, কাজেই আপনারা এখানে ক্লিক করে প্রথমে সেই লিখাতি পরে নিতে পারেন। আর আজকের পোস্ট অই পোস্ট এর পড়ের ধাপ স্বরূপ কাজে দিবে।

আমাদের আজকের পোস্ট এর টাইটেল হচ্ছে পর্তুগালে অবৈধরা বৈধ হতে কিভাবে লিগ্যাল এন্ট্রি বা এন্ট্রি ডিক্লারেশন করবেন?

তাহলে আসুন এবার জেনে নেই, পর্তুগালে অবৈধরা বৈধ হওয়ার জন্য লিগ্যাল এন্ট্রি বা এন্ট্রি ডিক্লারেশন কিভাবে করবেন ? এবং কাদের জন্য বাধ্যতামূলক ?

বর্তমান সময়ের ইমিগ্রান্টদের জন্য স্বর্গরাজ্য বলা চলে যে কয়েকটা দেশ কে সেগুলর মধ্যে পর্তুগালের নাম প্রথম কাতারে থাকবে। সহজ শর্তের ভিত্তিতে ইউরোপের একমাত্র দেশ পর্তুগাল যারা কিনা কাজের বিনিময়ে বৈধকরন প্রক্রিয়া অব্যাহত রেখেছে।২০০৭ থেকে ২০১৪/২০১৫ সাল পর্যন্ত একটু সহজে রেসিডেন্স মিললেও  ২০১৬ এর পর থেকে শুরু হয় পুরোদমে জটিলতা। আর জটিলতার শুরুটা হয়েছিল এক নিয়মের মাধ্যমে সেটা হল যারা পর্তুগালে বৈধভাবে ভিসা নিয়ে প্রবেশ করে তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে পর্তুগাল বর্ডার এন্ড ফরেইনার সার্ভিস – সেফ এর অধীনে রেজিস্ট্রাশান করতে হবে। অনেকে না জানার কারনে পর্তুগালে বৈধ ভাবে এসেও বিপাকে পরে অপেক্ষা করছেন বছরের পর বছর। যাদের ভিসা নেই পাসপোর্ট এ তাদের জন্য পর্তুগাল সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম বেধে দেয়া হয়েছে যার ফলে এখন থেকে যেকেউ  রিকয়ারমেন্ট ফুলফিল করতে পারলে পর্তুগালের রেসিডেন্স পারমিট পেতে পারবেন সহজেই। যাদের সব কিছু রিকয়ারমেন্টস মতে থাকবে তারা এখন থেকে ৭/৮ মাসেই রেসিডেন্সের আশা করতে পারবেন আর যাদের সাদা পাসপোর্ট তাদেরকে মিনিমাম ১ বছর পর্তুগালের সোশ্যাল সিকিউরিটিতে  অবদান রেখেছে এবং ট্যাক্স প্রদান করেছে এমন প্রমানাদি দেখাতে হবে অর্থাৎ এক বছর কাজ করেছেন সেটা দেখাতে হবে। এখন কাজের কথায় আসি।

পর্তুগালে অবৈধরা বৈধ হওয়ার জন্য কিভাবে এবং কাদের জন্য লিগ্যাল এন্ট্রি বাধ্যতামূলক ?  

যারা এশিয়া মহাদেশ তথা তৃতীয় বিশ্বের দেশগুলির  নাগরিক ( পর্তুগাল, ইউরোপিয়ান ইউনিয়ন এর দেশ বাদে ) তারা যদি ইউরোপে ভিসা নিয়ে প্রবেশ করে তাহলে তাদেরকে পর্তুগাল এন্ট্রির তথা প্রবেশ করার ৩ দিনের মধ্যে পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিসে এন্ট্রি রেজিস্ট্রাশন করতে হবে। এটা বাধ্যতামূলক সেফের ভাষ্য মতে। আপনি অন্য কোন দেশে আসার পর সেঞ্জেন মেম্বারস স্টেটস হিসাবে পর্তুগালে ভিসা বর্ডার কন্ট্রোল ছাড়াই আসতে পারবেন, পর্তুগালে অন্য দেশ থেকে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে আপনাকে লিগ্যাল এন্ট্রির আবেদন করতে হবে অন্যথায় লিগ্যাল এন্ট্রি আর কোন অপশন থাকবে না। তবে আপনি যদি পর্তুগালের ইমিগ্রেশন ক্রস করে আসেন অর্থাৎ আপনার পাসপোর্টে এন্ট্রি ষ্ট্যাম্প থাকে তাহলে আপনাকে আর লিগ্যাল এন্ট্রির দরকার পরবে না । আপনি অ্যাটোমেটিকেলি সেফের ভিসা ইনফরমেশন সিস্টেমে ডাটা এন্ট্রি করা হয়ে যাবে। সেফ এর পুরনাঙ্গ উচ্চারণ হচ্ছে serviço de estrangeiros e fronteiras/foreign Service and borders/বিদেশীদের সেবা এবং সীমানা।

নিচের ছবিটা অনুসরন করুন, সেফের অফিসিয়াল লিগ্যাল এন্ট্রির লিগ্যাল লিফলেট।

কাদের দরকার নেই এই লিগ্যাল এন্ট্রি ?

১- যারা অন্যদেশের ( সেঞ্জেন মেম্বারস স্টেটস ) ভিসা বা রেসিডেন্স পারমিট আছে যা দিয়ে আপনি এই দেশে ৬ মাসের বেশি থাকতে পারবেন তাহলে আপনাকে লিগ্যাল এন্ট্রি করতে হবে না।

২- যদি আপনি পর্তুগালের ইমিগ্রেশন ক্রস করে আসেন পাসপোর্টে এন্ট্রি সিল/ ষ্ট্যাম্প থাকে তাহলে আপনাকেও লিগ্যাল এন্ট্রি করা লাগবে না।

৩- আপনি পর্তুগাল প্রবেশের পর যদি কোন হোটেলে অবস্থান করেন আর সেই হোটেল থেকে যদি সেফের এন্ট্রি রেজিস্ট্রেশন ফর্ম দেয়া হয় তাহলে আপনাকেও লিগ্যাল এন্ট্রি করতে হিবে না । হোটেল অথরিটিস কাজ সেরে দিবে আপনার টা।

৪- যদি ইউরোপিয়ান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী পর্তুগালের সাথে কোন চুক্তি থাকে তাহলে আপনাকে লিগ্যাল এন্ট্রি করতে হবে না।

এখন কথা হচ্ছে যে, কত দিনের মধ্যে এই কাজ টি করতে হবে ??
উত্তরঃ পর্তুগাল প্রবেশ করার ৩ দিনের মধ্যে এই কাজটি করাতে হহবে।

কোথায় গিয়ে লিগ্যাল এন্ট্রি করতে হবে ?

পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিসের যেকোনো অফিস বা রিজিওনাল অফিসে যেয়ে করতে পারবেন। তাদের অফিসের লিস্ট গুলো দেখতে পারবেন নিচের লিঙ্কের মাধ্যমে – Serviço de Estrangeiros e Fronteiras -পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিস ।

লিগ্যাল এন্ট্রি ৩ দিনের মধ্যে যদি করাতে না পারি? তাহলে কি হবে ?

আপনি যেকোনো বর্ডার এন্ড ফরেইনার সার্ভিস এর হাতে ধরা পরলে ৬০ থেকে ১৬০ ইউরো পর্যন্ত জরিমানা করবে সাথে দেশ ত্যাগের নির্দেশ কিংবা অন্য যেকোনো ধরনের ঝামেলায় পরবেন। এটা আর্টিকেল ১৪ ধারায় আপনি আইন ভঙ্গ করেছেন তারা আপনাকে আইন অনুযায়ী সাজা এবং জরিমানা উভয়টা করতে পারেন।

কি কি লাগবে লিগ্যাল এন্ট্রি বা এন্ট্রি ডিক্লারেশন  করতে ?

১- আপনার অরিজিনাল ভিসা সহ পাসপোর্ট
২- অরিজিনাল টিকেট এবং বোর্ডিং পাস।

বন্ধুরা আজকের মত এখানেই। আর হাঁ আপনারা পর্তুগাল সহ ইউরোপ এর যেকোনো সমস্যার সমাধান বা আপনাদের মনে কোন প্রকার প্রশ্ন থাকলে সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পাড়বেন, এই লিখার নিচে আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করার বিস্তারিত উল্লেখ করে দেওয়া আছে।

আর একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা ইউরোপে বসবাস কারি প্রবাসী বৈধ এবং অবৈধ আমাদের সকলের জন্য অনেক প্রয়োজনীয় একটি ব্যাপার যা আপনাদের মাঝে আজকে শেয়ার করা হচ্ছে, আর সেটা হল- আমিওপারি টিম ইউরোপিয়ান ইউনিয়ন এর বিভিন্ন অর্গানাইজেশন ও সংগঠন এর সাথে মিলে ইউরোপে বসবাসরত প্রবাসীদের নানা ধরনের যেকোনো আপডেট দেওয়ার লক্ষে নতুন একটি ওয়েবসাইট ও ফেসবুক পেজ ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে মিলে যৌথভাবে পরিচালনা করা হচ্ছে, যেখানে আপনারা সরাসরি ইতালি সহ ইউরোপের সরকারী ভাবে প্রকাশিত যেকোনো ধরনের নতুন আইন বা নতুন কিছু প্রস্তাবনার খসড়া বের হওয়ার সাথে সাথে এই পেজের মাধ্যমে জানতে পাড়বেন এবং ইউরোপের নতুন নতুন কাজের সন্ধান থেকে শুরু করে ইউরোপে সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ ফ্রীতে পাবেন যা সরাসরি ইতালিয়ান ও ইউরোপের বিভিন্ন দেশের স্থানীয় নাগরিক দ্বারা পরিচালিত। আর তাই আপনারা সকেলেই আমাদের এই অফিচিয়াল পেজ এখানে ক্লিক করে পেজটি লাইক দিয়ে রাখতে পারেন। যা ইউরোপে আপনার চলার পথ অনেক সহজ করে দিবে।    

উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।

* ইতালিতে ২০১৮ সালে অবৈধরা কিভাবে বৈধ হবেন?না পড়লে চরম মিস? বিস্তারিত এখানে ক্লিল করে জেনে নিন।

* পর্তুগালের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর।।২০১৮ জুন মাসের নতুন আইন।বিস্তারিত এখানে ক্লিল করে জেনে নিন।

* কিভাবে সহজে ইউরোপের সেঙ্গেন ভিসা করবেন? বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।

* ইতালির ট্যুরিস্ট ভিসার আবেদন অনলাইনে (২০১৮ থেকে) বেড়ে গেলো ভিসা পাওয়ার সম্ভাবনা।বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।

* পোল্যান্ডে, পর্তুগালে, মাল্টায় ১০০% গ্যারান্টি সহকারে জব ভিসা ।। সেলারি ১২০০/১৪০০ ইউরো !! বিস্তারিত এখানে ক্লিক করে জেনে নিন।

* ২০১৮ নতুন নিয়মে দেশে ইতালি ফ্যামিলি ভিসার আবেদন প্রক্রিয়ার বিষয় গুলো জেনে নিন। এখানে ক্লিক করে।

* যেভাবে সনাক্ত করবেন জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে ক্লিক করে জেনে নিন। 

* সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন। আজকের বিষয় Austria এখানে ক্লিক করুন।

*ঢাকাস্থ ইতালি দূতাবাসের হয়রানী থেকে বাঁচতে প্রবাসীরা দেশে গিয়ে কি কি করতে পারেন?সবাই পুড়ুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান। এখানে ক্লিক করে পড়ুন।

* ইতালিতে কিভাবে দ্রুত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পরিবার নিয়ে আসবেন? কি কি লাগবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

* ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিছু চমৎকার তথ্য,কেন আমি ভিসা পাইনা? তার সমাধান? এখানে ক্লিক করে জেনে নিন।

*ইতালিতে ট্যুরিস্ট ভিসায় এসে ফেরত না গেলে কি হবে?পুলিশ ধরলে কি হবে?ট্যুরিস্ট ভিসা নিয়ে যত প্রশ্ন ও তার উত্তর। এখানে ক্লিক করে জেনে নিন।

* ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬ (লিখাতি পড়তে এখানে ক্লিক করুন)

*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।

* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইউরোপের বা ইতালির পাসপোর্ট নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা অসুবিধা গুলো জেনে রাখুন?  বিস্তারিত এখানে। 

*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন

*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (imo) মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (imo)

ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version