প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনাদের মধ্যে আনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন? কিভাবে ইতালির নরমাল পেরমেসসো দি সৌজর্ন্য অথবা কার্টা দি সৌজর্ন্য দিয়ে ইংল্যান্ড এর ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? এবং আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা তথা কাগজ পত্র থাকতে হবে? আর তাই আজ আমরা উক্ত বিষয়ে বিস্তারিত কিছু বিষয়ে জানানোর চেষ্টা করবো।
ইতালিতে বৈধ ভাবে কাগজ ধারী যে কেউ ইংল্যান্ড এর ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে ভিসা পাওয়ার বিষয়টি সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। আসুন জেনে নেই ইতালি থেকে ইতালিয়ান পেরমেসসো দি সৌজর্ন্য ধারীরা ইংল্যান্ড এর ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার জন্য যা যা লাগবে?
১- আপনার পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে।
২- আপনার ইতালিয়ান পেরমেসসো দি সৌজর্ন্য এবং মেয়াদ থাকতে হবে।
৩- ইতালিয়ান কদিচে ফিসকালে নাম্বার অথবা স্যানিটারি কার্ড।
৪- কার্টা দি ইদেন্তিতা।
৫- যারা কাজ করেন? তাদের কুদ, কাজের কন্ট্রাক্ট পেপার সাথে শেষের তিনটা বুস্তা পাগা।
আর যদি কেউ নিজের ব্যবসা করে থাকেন তাহলে তাদের কে ব্যবসায়িক সকল কাগজ পত্র। যার মধ্যে পারতিতাইভা ও কামেরা দি কম্মেরচিও, রেদ্দিতো, ফাত্তুরা, দোকানের কন্ট্রাক্ট ইত্যাদি।
৫- ব্যাংকে মিনিমাম ২০০০ থেকে ৩০০০ হাজার ইউরো পর্যন্ত থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট।
৬- হোটেল বুকিং দেওয়ার জন্য নিজের নামে একটি পোষ্টা-পে কার্ড করা থাকতে হবে।
বন্ধুরা এক কথায় ইতালিতে আপনার ডকুমেন্টস নবায়ন করার জন্য যে যে কাগজ পত্র দিয়ে থাকেন, ইংল্যান্ড এর ট্যুরিস্ট ভিসার জন্যও অনেকটা তাই।
আপনার সকল কাগজ পত্র রেডি থাকতে আপনি চাইলে সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করার মাধ্যমে ইতালির যেকোনো প্রান্তেই থাকেন না কেন, ঘরে বসেই আমাদের মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করতে পাড়বেন। এতে করে আপনাকে আর কষ্ট করে বার বার রোমে আসতে হবে না। আমরা আপনার সকল কাজ সম্পন্ন করে আপনাকে জানিয়ে দিবো, যার দ্বারা আপনাকে শুধু একবার জাস্ট সরাসরি ফাইল জমা করার জন্য আসতে হবে।
প্রশ্নঃ ইংল্যান্ড এর ট্যুরিস্ট ভিসার ফি কতো পরিশোধ করতে হয়?
উত্তরঃ ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য আপনাকে রোমে অবস্থিত ইংল্যান্ড ভিসা এপ্লিকেশন সেন্টারে ১৯৩ ইউরো ভিসার ফি বাবদ এককালিন পরিশোধ করতে হবে, যা সেখানে যাওয়ার আগেই অনলাইনে পরিশোধ করে দিতে হয়।
প্রশ্নঃ ভিসার জন্য সাক্ষাৎকারের দিন সরাসরি ফাইল জমা করে দেওয়ার পর কতো দিন সময় লাগতে পারে? ভিসা পেতে?
উত্তরঃ জমা দেওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হবে।
আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND) ইমেইলঃ info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।
* সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন। আজকের বিষয় Austria এখানে ক্লিক করুন।
* ইতালিতে কিভাবে দ্রুত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পরিবার নিয়ে আসবেন? কি কি লাগবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিছু চমৎকার তথ্য,কেন আমি ভিসা পাইনা? তার সমাধান? এখানে ক্লিক করে জেনে নিন।
* ইতালির Permesso di Soggiorno অভিবাসীদের জয় সরকারের পরাজয়। কোর্টের রায়ে সরকারের হার। বিস্তারিত এখানে ক্লিক করুন।
* এখন থেকে ইতালির ফ্যামিলি ভিসার আবেদনে কাজির আইডেণ্টিটি কার্ড জমাদান আবশ্যক। এখানে ক্লিক করে বিস্তারিত পড়ুন।
* ইতালিতে কাজ ছাড়াও Permesso di Soggiorno তথা রেসিডেন্স পারমিট নবায়নের উপর দারুন এক সুখবর। এখানে ক্লিক করে পড়ুন।
* সতর্ক বার্তা ইতালি ফ্যামিলি ভিসায় ব্যাপক পরিবর্তন? সামান্য ভুলেও হতে পারে জেল-জরিমানা।নিজ স্বার্থেই লেখাটি ভালো করে পড়ুন।এখানে ক্লিক করে।
* ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬ (লিখাতি পড়তে এখানে ক্লিক করুন)
* কিভাবে ইতালির টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? কি কি লাগবে ইত্যাদি বিষয় জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
*ইতালিতে ট্যুরিস্ট ভিসায় এসে ফেরত না গেলে কি হবে?পুলিশ ধরলে কি হবে?ট্যুরিস্ট ভিসা নিয়ে যত প্রশ্ন ও তার উত্তর। এখানে ক্লিক করে জেনে নিন।
*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।
* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইউরোপের বা ইতালির পাসপোর্ট নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা অসুবিধা গুলো জেনে রাখুন? বিস্তারিত এখানে।
*ইতালির বাস/ট্রামে/মেট্রোর বাৎসরিক টিকেট কিভাবে ২৫০ ইউরোর পরিবর্তে ১২৫ ইউরোতে করাবেন।বিস্তারিত জেনে নিন।
*ইতালির ফ্যামিলি ভিসার জন্য প্রেফেত্তুরাতে কাগজপত্র জমা দেওয়ার ৬০ দিন পরেও চিঠি না আসলে? কি করার? বিস্তারিত এখানে।
*নতুন ধারায় দেশে ফ্যামিলি ভিসা নিয়ে ইতালিয়ান দূতাবাসের হয়রানী।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*হাজারো অবৈধ ইমিগ্রান্টদের জন্য পর্তুগালের দরজা বন্ধ।Immigration News Update about Portugal এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না? বিস্তারিত এখানে।
*শুরু হয়ে গেলো ইতালিতে ব্যবসায়ীদের বাৎসরিক আয়/ব্যয়ের তথা রেদ্দিতি (UNICO) ঘোষণা দেওয়ার সময়।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন! এখানে ক্লিক করে।
*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিতে ফ্যামিলি ভিসার ফি ১২৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকার মতো ধার্য করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন।এখানে ক্লিক করে।
* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
* অবশেষে এপয়েন্টমেন্ট ছাড়াই ইতালির ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবালে ভিসার আবেদন জমা নিচ্ছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনের ক্ষেত্রে পুরাতন সিস্টেম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সিস্টেম চালু করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।