২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ইতালিতে যেমন ফ্যামিলি ভিসার উপর অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং পুরাতন সিস্টেম পরিবর্তন করে নতুন সিস্টেমে আবেদন জমা নেওয়া হচ্ছে,তেমনি বাংলাদেশেও ইতালিতে পরিবার নিয়ে আসার ভিসার আবেদন করার উপর নতুন কিছু বিষয় সংযোগ করে দেওয়া হয়েছে যা আমাদের মধ্যে অনেকেরই অজানা। আর বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইতালি থেকে নুল্লা অস্তা পাওয়ার পর দেশে ইতালিয়ান দুতাবাসে ফাইল জমা দেওয়ার সময় ওদের দেওয়া নতুন নিয়ম ও নির্দেশনা মেনে ফাইল জমা না দিলে ওরা আপনার নুল্লা অস্তা বাতিল করে দিবে।
বর্তমানে আপনার ফাইল ভিএফএস এ নিয়ে গেলেই ওরা ভিসা ফি সহ অন্যান্য ফি বাবদ আপনার ফাইল জমা রেখে ইতালিয়ান দূতাবাসে পৌঁছে দিবে, আর দূতাবাস আপনার জমাকৃত ফাইল যাচাই বাঁচাই করে দেখার পর যদি কোন প্রকার ডকুমেন্টস বাদ পড়ে? অথবা কোন ফর্ম পুরনে ভুল হলে অথবা কোন প্রকার কাগজ বাদ পড়লে সেই অজুহাত দেখিয়ে আপনাকে ভিসা না দিয়ে আপনার নুল্লা অস্তা তথা ভিসা না দিয়ে ফাইল বাতিল করে দিবে। এবং এই ক্ষেত্রে আপনি যখন ভিএফএসে ফাইল জমা দিতে যাবেন সেই দিন ওরা ইচ্ছে করেই আপনার ফাইলে কোন প্রকার ভুল থাকলে বা কিছু বাদ পড়লে ওরা এড়িয়ে যাবে। আর তাই আপনাদের সকলকে উক্ত বিষয়ে সতর্ক করে দেওয়া হল, যে বর্তমানে আপনারা ইতালিতে ফ্যামিলি নিয়ে আসার জন্য দেশে যখন ফাইল রেডি করাবেন, তখন ওদের দেওয়া নতুন নিয়ম অনুযায়ী সকল ডকুমেন্তস এবং কাগজ পত্র ঠিকঠাক মত যাচাই বাচাই করে জমা করাবেন, অন্যথায় ওরা আপনার ফাইল বাতিল করে দিবে।
নতুন নিয়মে যে বিষয় গুলো আপনাকে এক্সট্রা ফাইলের সাথে জমা করাতে হবে?
১- আপনাকে ইতালি আসার ওয়ান-ওয়ে বিমান টিকেট এর প্রে-রিজারভেসন সাথে দিতে হবে।
২- ৩০ হাজার ইউরোর এবং ৩ মাসের মেয়াদ ও ইউরোপ যুক্ত সেঞ্জেন দেশ গুলোতে ভ্যালিড এমন একটি স্বাস্থ্যবীমা করিয়ে ফাইলের সাথে জমা দিতে হবে। বন্ধুরা এই বীমা দেশ থেকে না করিয়ে ইতালি থেকে করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে, কেননা আপনারা খুব ভালো করেই জানেন যে, দেশে সব কিছুতেই প্রতারণা, তাই এই স্বাস্থ্যবীমা যদি জাল হয় তাহলেও আপনার ফাইল দূতাবাস থেকে বাতিল করে দিবে।
উল্লেখ্য অরিজিনাল স্বাস্থ্য বীমার জন্য আপনারা আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সল্পমূল্যে উক্তবীমা করে দিতে সাহায্য করবো।
আর হ্যাঁ হারা ইতালিতে ২০১৭ এর সেপ্টেম্বর থেকে ফামিল্য ভিসার উপর কি ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে বা নতুন সিস্টেমে কিভাবে ফামিল্য ভিসার নুল্লা অস্তা পাওয়া যাবে? সেই বিষয়ে আমিওপারিতে পূর্বে প্রকাশিত লিখাতি এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।
* যেভাবে সনাক্ত করবেন জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এখানে ক্লিক করে জেনে নিন।
*ইউরোপ থেকে ৯৩ হাজার অবৈধ দেশে পাঠানোর বিষয় টি সত্য না মিথ্যা? জেনে নিন বিস্তারিত। এখানে ক্লিক করে।
*ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন!! এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* মে ২০১৭ থেকে বাংলাদেশীদের জন্য ইতালির “তিরিচিনো” ত্রেইনিং ভিসা পুনরায় চালু। এখানে ক্লিক করে বিস্তারিত পড়ুন।
* সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন। আজকের বিষয় Austria এখানে ক্লিক করুন।
*ঢাকাস্থ ইতালি দূতাবাসের হয়রানী থেকে বাঁচতে প্রবাসীরা দেশে গিয়ে কি কি করতে পারেন?সবাই পুড়ুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান। এখানে ক্লিক করে পড়ুন।
* ইতালিতে কিভাবে দ্রুত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পরিবার নিয়ে আসবেন? কি কি লাগবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিছু চমৎকার তথ্য,কেন আমি ভিসা পাইনা? তার সমাধান? এখানে ক্লিক করে জেনে নিন।
* কিভাবে ইতালির টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? কি কি লাগবে ইত্যাদি বিষয় জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
*ইতালিতে ট্যুরিস্ট ভিসায় এসে ফেরত না গেলে কি হবে?পুলিশ ধরলে কি হবে?ট্যুরিস্ট ভিসা নিয়ে যত প্রশ্ন ও তার উত্তর। এখানে ক্লিক করে জেনে নিন।
* এখন থেকে ইতালির ফ্যামিলি ভিসার আবেদনে কাজির আইডেণ্টিটি কার্ড জমাদান আবশ্যক। এখানে ক্লিক করে বিস্তারিত পড়ুন।
* ইতালিতে কাজ ছাড়াও Permesso di Soggiorno তথা রেসিডেন্স পারমিট নবায়নের উপর দারুন এক সুখবর। এখানে ক্লিক করে পড়ুন।
* ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬ (লিখাতি পড়তে এখানে ক্লিক করুন)
*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।
* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইউরোপের বা ইতালির পাসপোর্ট নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা অসুবিধা গুলো জেনে রাখুন? বিস্তারিত এখানে।
*ইতালির বাস/ট্রামে/মেট্রোর বাৎসরিক টিকেট কিভাবে ২৫০ ইউরোর পরিবর্তে ১২৫ ইউরোতে করাবেন।বিস্তারিত জেনে নিন।
*হাজারো অবৈধ ইমিগ্রান্টদের জন্য পর্তুগালের দরজা বন্ধ।Immigration News Update about Portugal এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না? বিস্তারিত এখানে।
*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।
যারা ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন অথবা ইতালিতে ফ্যামিলি ভিসা নিয়ে নানা ধরণের সমস্যায় ভুগছেন? অথবা দেশে জমা দিয়ে ভিসা পাচ্ছেন না? বা ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ইতালি ও ইউরোপের যেকোনো ধরণের ভিসা সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তার জন্য সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND) ইমেইলঃ info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
আমি ফ্যামিলি ভিসা জমা দিছি ৯ মাস হইছে।। এখনো পাই না কেন?? কত দিন লাগবে। পারলে জানাবেন
Plz call this number +393381408917 (Imo) to know more details..tnx