১#সুইজারল্যান্ড ও নরওয়ে এর ক্ষেত্রে # প্রত্যেক মাসে টোটাল ৫০০-৬০০ ইউরো খরচ হবে (থাকা খাওয়া + বাসা ভাড়া + খাবার +ট্রান্সপোর্ট ) তবে কেউ যদি ধুমপান কিংবা পানশালায় যাওয়ার অভ্যাস থাকে তার ক্ষেত্রে এই হিসাব তা দিগুন হতে পারে।
#জার্মানি ও ফিনল্যাণ্ড এর ক্ষেত্রে # ৩০০-৪৫০ ইউরো সব কিছু মিলিয়ে।
#ডেনমার্ক সুইডেন এর ক্ষেত্রে #৪০০-৫০০ ইউরো প্রত্যেক মাসে।
#ফ্রান্স + বেলজিয়াম +নেদারল্যান্ড এর ক্ষেত্রে # ৩৫০-৪৫০ ইউরো।
#স্পেন ও পর্তুগালের ক্ষেত্রে # ২৫০-৩০০ ইউরো (অনেক ভালো ভাবে থাকা খাওয়া করা যায় )
ইতালির ও অস্ট্রিয়া এর ক্ষেত্রে# ২৫০ -৩৫০ ইউরো ( ইতালিতে একটু কম আর অস্ট্রিয়া তে বেশি হতে পারে )
# লিথুয়ানিয়া+ লাটভিয়া+ এস্তনিয়া + পোল্যান্ড অভারল ২১০-২৬০ ইউরো খরচ পড়বে মাসে।
তাছাড়া আরো বাকি যেই দেশ গুলো আছে মোটামুটি হিসাবটা একই রকম হয় স্লোভাকিয়া , স্লোভেনিয়া হাঙ্গেরি, চেক রিপাবলিক ইত্যাদি দেশ সমূহে প্রত্যেক মাসে ১৮০ থেকে ২৬০ ইউরো পর্যন্ত হয়.
আর মানুষ বেধে খরচটা কম বেশি হয়ে থাকে। যারা একটু ফ্যাশন সচেতন তাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে কিংবা আগেও বলে দেওয়া হয়েছে যাদের ধুপানের অভ্যাস আছে আর পানশালায় যান তাদের জন্য হিসাবের চেয়ে অনেক বেশি টাকা খরচ হবে। ইউরোপে সিগারেটের দাম অনেক অনেক বেশি যেটা যারা ইউরোপ ধুমপান করে তারা বুঝবেন। আসলে এখানে সুধু মাত্র আপনারদের প্রাথমিক একটা ধারণা দেয়ার হল মাত্র। অনেকের এই বিষয়ে জানার ছিল তাই, আশা করি আপনাদের ভালো লাগবে।