যেই স্বপ্ন নিয়ে তারা ইউরোপ আসে তার সাথে বাস্তবতার কোন মিল নেই। এক দিকে কলেজের বাড়তি টিউসন ফী আর একদিকে কাজের ক্ষেত্রে পুলিশ এর ঝামেলা সব মিলিয়ে ভালো নেই যুক্তরাজ্যের ছাত্ররা। যাই হোক এটা হলো লন্ডনের কথা। এবার আসি সেন্ট্রাল ইউরোপের কথায়। বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ করার মত যে বাংলাদেশী ছাত্ররা বিনা বেতনে অধ্যয়ন করা যায় এমন সব দেশ গুলোতে আগ্রহী হয়ে ওঠেছেন , যেমন জার্মানি , ফিনল্যাণ্ড ,নরওয়ে । গত বছর গুলোতে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী জার্মানি ও ফিনল্যাণ্ড এ পাড়ি জমিয়েছেন । তার কারণ হলো পড়াশুনার ক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো কোন টিউসন ফী দাবি করে না, সম্পুর্ন ফ্রী তে আপনি পড়াশুনা করতে পারচ্ছেন। অন্যদিকে কাজের ক্ষেত্রে ও ইউরোপিয়ান আইন অনুযায়ী যত ঘন্টা করার অনুমতি আছে সেটা করতে কোন সমস্যা নাই। তবে ইউরোপের আসার ক্ষেত্রে অনেকে আবার দালালের খপ্পরে পরে অনেক টাকা পয়সা নষ্ট করে। এই সব দেশে গুলো আসতে হলে ইউনিভার্সিটি কর্তিপক্ষকে কোন প্রকার টাকা পয়সা প্রদান করতে হয় না কিন্তু কতিপয় বাংলাদেশী এজেন্ট ১০০% ভিসা করিয়ে দিবে বলে অনেকে ছেলে পেলের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা। বিশেষ করে জার্মানির ক্ষেত্রে এমন ঘটনা অহরহ ঘটতেছে, অনেক টাকার বিনিময়ে স্টুডেন্টস ভিসার কথা বলে ভাষা শিক্ষা কোর্সের ভিসা দিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে জার্মানিতে, সঠিক দিক নির্দেশনার অভাবে এমনটি ঘটতেছে।
তাই ইউরোপের বিভিন্ন দেশে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী মিলে ইউরোপ আসতে ইচ্ছুক ভাই-বোনদের জন্য সম্পুর্ন ফ্রি ইনফরমেশন সার্ভিস দিতে চালু করা হয়েছে এই সাইট আমিওপারি ডট কম। আমাদের টিমের সকল এডমিন গন ইউরোপের বিভিন্ন দেশে অধ্যয়নরত আছে, তারা বাংলাদেশী যে সকল স্টুডেন্টসরা ইউরোপে আসার কথা ভাবছে তাদের কে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। আপনি এখানে জেনে নিতে পারবেন ইউরোপ আসার আগে ও পরে কি কি করনীয়। ইউনিভার্সিটি ভর্তির তথ্য ,স্কলারশিপ ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় তথ্য। আমাদের উদ্দেশ্য একটাই সকল বাংলাদেশী যারা ইউরোপ পড়াশুনা কিংবা চাকুরী নিয়ে আসতে ইচ্ছুক তাদের কে সঠিক পথ দেখানো, কেউ যেন দালালের খপ্পরে না পড়ে। সব ধরনের সেবা পেতে হলে যুক্ত হন আমাদের ফেইসবুক গ্রুপ ও পেজে আশা করি আপনদের কাংখিত বিষয় গুলো আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন । link: আমিওপারি ডট কম
i am mr tara miah