জার্মানীর ফ্রাংকফোর্ট এ চলছে সপ্তাহ ব্যাপী বিশ্ব বই মেলা । সারা বিশ্বের নামীদামী লেখক, কবি, সাংবাদিক সহ তিন লাখেরও বেশী দর্শনার্থী চষে বেড়িয়েছে মেলা । জার্মান প্রকাশক সমিতি কর্তৃক আয়োজিত ৬৭ তম বিশ্ব বই মেলায় এবার একশতটির বেশী দেশের প্রায় দশ হাজার প্রকাশক এতে অংশ নেন । তিন লাখের বেশী দর্শনার্থী চষে বেড়ায় বই মেলা । এই প্রথমবারের মতো বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে মেলায় অংশ নেয় । এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর । তিনি জার্মান বাংলা প্রেস ক্লাব এর সাংবাদিক দের বলেন — বিশ্ব বই মেলায় বাংলাদেশ এর অংশগ্রহণ মুদ্রণ শিল্পের বিকাশ ঘটাবে ও বাংলাদেশ আর সংস্কৃতির বিশ্বে পরিচিতি বাড়বে । আগামীতে আরো ব্যাপকভাবে অংশগ্রহণ হবে বলে জানান ।