প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি।আশা করি আপনারা মহান আল্লাহ্র অশেষ রহমতে ভালোই আছেন। বন্ধুরা আমাদের পূর্বের লেখায় আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে- “রোম ও মিলান দূতাবাসে কিভাবে নিজে নিজেই (MRP) মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন ভিডিও টিউটোরিয়াল সহ পুরনাঙ্গ গাইডলাইন।” নিয়ে বিস্তারিত একটি লেখা প্রকাশ করেছিলাম লেখাটি পরতে এখানে ক্লিক করুন। এবং আমাদের সেই লেখা অনুস্মরণ করে অনেকেই খুব সহজে তাদের ডিজিটাল পাসপোর্ট করিয়ে নিতে সক্ষম হয়েছেন। তবে এখন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন?
যে কিভাবে ইউরোপের দেশ গুলো থেকে আপনারা আপনাদের এই ডিজিটাল পাসপোর্ট নবায়ন করাবেন, বা এর জন্য আপনাকে কি কি করতে হবে?
তাহলে বন্ধুরা এখানে আমরা ইতালিস্থ রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কিভাবে নবায়ন করাবেন? সেই বিষয়ে নিন্মে বুঝিয়ে দিচ্ছি।
ডিজিটাল পাসপোর্ট নবায়ন করার জন্য আপনার যে কাজ গুলো করতে হবে?
১- যার পাসপোর্ট!! তাকে নিজে দূতাবাসে উপস্থিত হতে হবে। এবং আপনাকে অবশ্যই যাওয়ায় আগে একটি এপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে।
২- ডিজিটাল পাসপোর্ট এর আবেদন ফর্ম পূরণ করতে হবে, উল্লেক্ষ আপনি এই ফর্ম দূতাবাস থেকে সংগ্রহ করতে পারেন অথবা এখানে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করেও পূরণ করে সঙ্গে নিয়ে যেতে পারেন।
৩- পাসপোর্ট এর ফটোকপি সহ সাথে আপনার এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি নিয়ে এপয়েন্টমেন্ট এর দিন দূতাবাসে চলে যাবেন।
৪- উপরের সব কিছু ঠিক থাকলে আপনাকে ১০০ ইউরো পে করে রিসিত নিয়ে ফিঙ্গার এর জন্য অপেক্ষা করতে হবে।
৬- ফিঙ্গার ও ছবি সহ সকল কাজ হয়ে যাওয়ার পর তথা আপনার ফাইল জমা নেওয়ার ৪০ থেকে ৪৫ দিন এর মধ্যে আপনার নতুন পাসপোর্ট ডেলিভারি আনতে যেতে পাড়বেন।
বন্ধুরা আসা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর না বুঝতে পারলে অথবা আপনাদের মনে কোন প্রশ্ন থাকলে আমাদের টিম এর কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন।
অথবা এই বিষয় ছাড়াও ইতালির ফ্যামিলি ভিসা সংক্রান্ত যেকোনো সমস্যা, ইতালির স্টুডেন্ট ভিসা ও ট্রেইনিং ভিসা সংক্রান্ত যেকোনো সমস্যা সহ ইউরোপের যেকোনো বিষয়ে জানতে আমাদের টিম এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND) মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
kivabe cheak korbo amar passport ready hoyese ki na
ei website e jan http://www.bdembassyrome.it sekhane uporer dan pase Ready Passport List namok ekti option royeche sekhane click kore jene nite parben…tnx