গত ৫ই এপ্রিল পেরেন্টস ক্লাব এর উদ্যোগে বাংলার পিঠা উৎসব নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়।উক্ত বাংলার পিঠা উৎসবে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও জাতীসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড: এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট কামাল আহমদ সহ কমিউনিটির অনেক বিশিষ্ট নেত্রীবৃন্দ। বেলা ২ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল শিশুকিশোর দের চিত্রাংকন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগীতা,এছাড়া জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় নিউইয়র্কের বিপা,বহ্নিশিখা,স্বরলিপি,বাফা,বাংলাদেশ কালচারেল সোসাইটি অব নর্থ আমেরিকা, সিটি কলেজ কালচারাল গ্রুপ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উক্ত পিঠা উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য পেরেন্টস ক্লাব এর কর্মকর্তাদের এ জন্য ধন্যবাদ জানান সার্বিক তত্বাবধায়ক মোশারফ হোসেন। পিঠা উৎসবে গ্র্যান্ড স্পন্সর ছিলেন ল অফিস অব রাম এম চিরাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটণর্ী মঈন চৌধুরী সহ আয়োজক বৃন্দ। পেরেন্টস ক্লাব এর উদ্যোগে ‘বাংলার পিঠা উৎসব ২০১৫’ নিউইয়র্কের পক্ষে আহ্বায়ক দেওয়ান বজলু সকলকে অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর করে তোলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউইয়র্কে হল ভর্তি মানুষের উপস্থিতিতে চতুর্থ বাংলার পিঠা উৎসব ২০১৫ উদযাপিত হল।
লেবাননে ৪৭ দিন পর মুক্তি পেলেন গওসোল-সাদিয়া কর্তৃক অপহৃত আলী আকবর(ভিডিও)।
দিনে ভিক্ষা রাতে তিনকোটি টাকার বাসায় বসবাস
কনের দাবি তার সাথে তার দুই বান্ধবীকেও বিয়ে করতে হবে বরকে।
অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে হার্ডলাইনে ব্রিটিশ সরকার, অবৈধদের নিজ দেশে ফেরত পাঠাতে ৫০ কোটি পাউন্ডের ক...
সাদিয়ার পরকীয়া প্রেম আরো কালো টাকার নেশাই ডুবিয়েছিল রাষ্ট্রদূত গওসোলকে
বাংলাদেশের রেকর্ডের ৪ দিনের মাথায় আরেকটি রেকর্ড করে ফেললো কাতার!!