• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে এবার বাড়লো marche da bollo বা স্ট্যাম্প এর দাম,মানে অসহায় প্রবাসিদের আবার বাঁশ

ByLesar

Jul 25, 2013

এমনিতেই বর্তমানে অনেক ইতালিয়ান প্রবাসী বিশ্ব অর্থমন্দার কারনে তাদের রেসিডেন্স পারমিট বা permesso di soggiorno নবায়ন করাতে হিমশিম খাচ্ছে তার উপর আবার ইতালিয়ান সরকারের এই অবিচার,যা সত্যিই প্রবাসীদের নানান সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। আগে যেখানে রেসিডেন্স পারমিট নবায়ন বাবদ খরচ হতো ৭০/৮০ ইউরোর মতো যা সরকারী খাতে জমা হতো, হটাত সেই আইন পরিবর্তন করে করা হোল এর দিগুন, মানে বর্তমানে রেসিডেন্স পারমিট নবায়ন বাবদ খরচ হয় সর্বনিম্মে ১৭৫ থেকে ২৫০ ইউরোর মতো। অনেকেই তাদের এই অন্যায় আইন মেনে নিতে পারেনি, তার উপর এখন আবার বাড়ানো হোল স্ট্যাম্প এর দাম যা রেসিডেন্স পারমিট নবায়নের জন্য ফর্ম এর সাথে জুড়ে দিতে হয় জমা দেওয়ার সময়।

দুই ধরনের marche da bollo বা স্ট্যাম্প এর দাম বাড়ানো হচ্ছে ১,৮১ ইউরো স্ট্যাম্প এর দাম বাড়িয়ে করা হয়েছে ২,০০ ইউরো এবং ১৪,৬২ ইউরোর স্ট্যাম্প এর দাম বাড়িয়ে করা হয়েছে ১৬,০০ মানে ১০% করে দাম বাড়ানো হয়েছে এই স্ট্যাম্প গুলোতে। কারন হিসেবে দেখানো হোল ২০০৯ এর ৬ এপ্রিলে ইতালির Abruzzo নামক এলাকায় ভমিকম্পের কারনে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য এই পদক্ষেপ। তারা টোটাল ১,২ বিলিয়ন ইউরোর টার্গেট করেছে  এবং তাদের হিসাবে ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে পূরণ হয়ে যাবে। এখানে একটি জিনিস জেনে রাখুন প্রায় ৯০% ইতালিয়ান ব্যবহার করে ১,৮১ ইউরোর স্ট্যাম্প, আর ১০০% বিদেশীকেই ১৪,৬২ ইউরোর স্ট্যাম্প ব্যাবহার করতে হয়, করতে হয় বলে ভুল এটি বাধ্যতামূলক কেননা এই স্ট্যাম্প ছাড়া আপনি আপনার ইতালির কাগজ নবায়ন করতে পাড়বেন না। তাহলে এবার দেখুন এরা কিভাবে কৌশলে প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version