• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জার্মান ভাষা শিখতে চান? তাহলে দেখুন এই ভিডিওটি?

ByLesar

Mar 8, 2015

উচ্চশিক্ষার জন্য অনেক গন্তব্যস্থানের মধ্যে জার্মানি এখনো বাংলাদেশের জন্য নতুন একটি নাম্। কেন জার্মানিতে যাব, অন্য অনেক পরিচিত দেশ ছেড়ে – এই প্রশ্নের উত্তরে প্রায় সবাই একমত হবে যে, এর অন্যতম কারণ জার্মানিতে পড়াশোনা করার খরচ অপেক্ষাকৃত কম। তবে অনেকের কাছেই এই অপেক্ষাকৃত কমের ভাল কোন স্ট্যাটিস্টিক নেই।

খুব সম্প্রতি HSBC ব্যাংকের করা একটি তুলনামুলক পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে উন্নত বিশ্বের ১৩টি দেশে পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের জীবনযাত্রা এবং টিউশন ফির খরচের হিসেব। এই পরিসংখ্যান তৈরিতে HSBC কাজ করেছে কানাডার হাইয়ার এডুকেশন স্ট্র্যাটেজি এসোসিয়েট, ডাটা কালেকশন করা হয়েছে প্রায় ১৬০০ শহরের। মোট খরচ হিসেবের জন্য প্রতিটি দেশের সেরা দশটি ইউনিভার্সিটিতে ছাত্রদের গড় টিউশন ফি এবং মাসিক খরচকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। খরচ দেখানো হয়েছে মার্কিন ডলারে, এক বছরের।

  1. অস্ট্রেলিয়া ৩৮,৫১৬ (টিউশন ফী ২৫.৩৭৫)
  2. আমেরিকা  ৩৫,৭০৫ (টিউশন ফী ২৫.২২৬)
  3. ইংল্যান্ড ৩০.৩২৫ (টিউশন ফী ১৯.২৯১)
  4. আরব আমিরাত ২৭.৩৭৫ (টিউশন ফী ২১.৩৭১)
  5. কানাডা ২৬.০১১ (টিউশন ফী ১৮.৪৭৪)
  6. সিঙ্গাপুর ২৪.২৪৮ (টিউশন ফী ১৪.৮৮৫)
  7. হংকং ২২.৪৪৩ (টিউশন ফী ১৩.১৮২)
  8. জাপান ১৯.১৬৪ (টিউশন ফী ৬.৫২২)
  9. রাশিয়া ৯.৪৪১ (টিউশন ফী ৩.১৩১)
  10. চীন ৮, ৬৬৬(টিউশন ফী ৩.৯৮৩)
  11. তাইওয়ান ৮.২৫৭ (টিউশন ফী ৩.২৭০)
  12.  স্পেন ৭০০৬ (টিউশন ফী ১.০০২)
  13. জার্মানি ৬,২৮৫ (টিউশন ফী ৬৩৫)

যাই হোক তবে জার্মানিতে কম খরচে উচ্চশিক্ষার জন্য আসলেই হবে না। আপনাকে উন্নত জীবন গড়তে হলে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে। আর এর জন্যই আমরা আপনাদের জন্য জার্মান ভাষা শেখার একটি ভিডিও তুলে ধরলাম। এবং ধারাবাহিক ভাবে এদের আরও অনেক ভিডিও রয়েছে, যা আপনারা একটু ভালো করে লক্ষ করলে জার্মান ভাষার শেখার ক্ষেত্রে অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য যারা ঘরে বসে বাংলায় ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে  ইতালিয়ান ভাষা শিখতে চান তারাএখানে ক্লিক করুণ।
আর যারা ঘরে বাংলায় ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে  ফরাসি ভাষা শিখতে চান তারা এখানে ক্লিক করুণ।
আর যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version