বন্ধুরা ফরাসি ভাষা নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব।আর আজকের পর্বে আমরা ক্রিয়ার ধাতুরূপ সম্পর্কে জানবো। যেটাকে ফরাসিতে বলা হয় Le conjugaison এবং ইংরেজিতে বলা হয় The conjugaison ।আমরা এখানে ফরাসি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়া নিয়ে আলোচনা করবো, যা আপনাদের সবার মুখে মুখে থাকতে হবে, এবং এই বিষয় গুলো ভালো করে মুখস্ত করে ফেলতে হবে, যেমন আমির জন্য কি হয়? তুমির জন্য কি হয়? সে এর জন্য কি হয়? যেমন আমরা যদি আপনাকে বলি গান গাওয়া নিয়ে ক্রিয়ার ধাতুরূপ গুলো বলেন!! তাহলে হবে এরকম… আমি গান গাই, তুমি গান গাউ, সে গান গায় ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা আসুন তাহলে এই বিষয়টি নিচের ছবি ও ভিডিও থেকে ভালো করে দেখে ও শিখে নেই।
এবার ভালো করে নিচের ভিডিওটি লক্ষ্য করুণঃ
[youtube Et7VaMSOxe8?modestbranding=1&rel=0 nolink]
ফরাসি ভাষার প্রতিটি পর্বের লিঙ্ক নিন্মে দেওয়া হল।
সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (১ম পর্ব)
সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (২য় পর্ব)
সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (৩য় পর্ব)
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।