ইংল্যান্ডে টোটাল ৬ টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেগুলোতে ১৪ টির মতো ডোমেস্টিক ও ১০০-১৫০ টির উপরে আন্তর্জাতিক রুটে বিমান যাতায়াত করে। যদি আপনি লন্ডন ভ্রমণ করার কথা চিন্তা করে থাকেন? তাহলে এই লেখাটি আপনার অনেক উপকারে আসবে, কেননা এখানে দেওয়া তথ্য অনুযায়ী আপনি খুব সহজেই একটি ধারণা নিতে পারবেন। এবং সেই সাথে সাথে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন এয়ারপোর্টটি আপনার জন্য কাছে হবে।
Heathrow Airport
IATA(International Air Transport Association) Code: LHR
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.heathrowairport.com
Heathrowলন্ডনের সবচাইতে বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এটি পশ্চিম সেন্টার লন্ডন থেকে ২২ কিঃমি দূরত্বে অবস্থিত।যেখানে পাঁচটি টার্মিনাল এবং দু’টি রানওয়ে রয়েছে। এবং এয়ারপোর্টটিতে সেন্টার থেকে M4 এবং M25 হাইওয়ে দিয়ে খুব সহজেই গাড়ী দিয়ে আসা যায়। এই এয়ারপোর্ট থেকে লন্ডন কেন্দ্রে তথা সেন্টারে যেতে আপনি ট্রেন ও বাস এর মাধ্যমে যেতে পারবেন। আবার সেন্টার থেকে এই এয়ারপোর্টটিতে যেতে আপনার সময় লাগবে ৪০-৫০ মিনিট এবং ট্রেন দিয়ে যেতে চাইলে Paddingtonট্রেন স্তপিজ থেকে যাওয়া যায় আর মেট্রো বা সাবওয়ে দিতে যেতে চাইলে নামক স্তপিজ থেকে যেতে হবে যা আপনাকে Terminals 1, 2, 3 পর্যন্ত বহন করবে।
Gatwick Airport
IATA(International Air Transport Association) Code: LGW
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.gatwickairport.com
Gatwick Airport টি দক্ষিণ সেন্টার লন্ডন থেকে ৪৮ কিঃমি দূরত্বে West Sussexএ- অবস্থিত। এবং এটি বিশ্বের ব্যস্ততম একক রানওয়ের মধ্যে একটি বিখ্যাত এয়ারপোর্ট এবং লন্ডনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর।এয়ারপোর্টটিতে উত্তর ও দক্ষিণ এই দু’টি টার্মিনাল রয়েছে এবং M23 হাইওয়ের সাথে সংযুক্ত ও Victoria ট্রেন ষ্টেশন এর সাথে যোগাযোগ সূত্র রয়েছে।এই এয়ারপোর্টটি ইতালির সাথে প্রধান লিঙ্ক তথা ইতালির Venezia, Milano, Roma Fiumicino এবং Napoliথেকে সরাসরি বিমান চলাচল করে।
Stansted Airport
IATA(International Air Transport Association) Code: STN
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.stanstedairport.com
Stansted Airportটি উত্তরপূর্বকোণ সেন্টার লন্ডন থেকে ৪৮ কিঃমি দূরত্বে Essexএ- অবস্থিত।এয়ারপোর্টটি বিভিন্ন লো-কষ্ট কম্পানির বিমান এর জন্য বিখ্যাত। বিশেষ করে Ryanair এর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নামমাত্র মূল্যে প্রচুর যাত্রী আসাযাওয়া করে। যেমন ইতালির Ciampino, Bergamo এবং Pisa ইত্যাদি এয়ারপোর্ট থেকে প্রচুর পরিমান যাত্রী লো-কষ্ট কোম্পানি গুলোর মাধ্যমে ফ্লাই করে থাকে।এই এয়ারপোর্ট থেকে সেন্টার লন্ডনে যেতে হলে Stansted Express অথবা ট্রেন দিয়ে যাওয়া-আসা যায় যা সেন্টার লন্ডনের Liverpool Streetস্তপিজ থেকে ধরতে হয় বা এয়ারপোর্ট থেকে সেখানে গিয়ে নামতে হয়।এয়ারপোর্ট থেকে একবার Liverpool Streetস্তপিজ এসে পরলে খুব সহজেই পরে মেট্রো দিয়ে লন্ডনের বিভিন্ন এলাকায় যাওয়া যায়।
Luton Airport
IATA(International Air Transport Association) Code: LTN
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.london-luton.co.uk
Luton Airport লন্ডনের চতুর্থ গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর।এয়ারপোর্টটি উত্তর-পশ্চিম সেন্টার লন্ডন থেকে ৫৭ কিঃমি দূরত্বে Bedfordshireএ- অবস্থিত। এটাও লো-কষ্ট কম্পানির বিমান এর জন্য বিখ্যাত। তবে এখানে easyJet কম্পানির যাত্রীর সংখ্যাই বেশি। এর সাথে সাথে এই এয়ারপোর্টটিতে Monarch, Thomson Airways এবং Ryanair এর মাধ্যমে ইউরোপ থেকে প্রচুর যাত্রী আসা যাওয়া করে থাকে। St Pancras ষ্টেশন থেকে ট্রেন এর মাধ্যমে এই এয়ারপোর্টটিতে আসা যাওয়া করা যায়। যাদের গাড়ী রয়েছে তাদের M1 হাইওয়ে ধরতে হবে।
London City Airport
IATA(International Air Transport Association) Code: LCY
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.londoncityairport.com
এই এয়ারপোর্টটি লন্ডন সেন্টার এর একদম কাছাকাছি অবস্থিত। যা মাত্র ১১ কিঃমি দূরত্ব এবং মেট্রো লাইনের কাছাকাছি, সবচাইতে মজার বিষয় এখানে বড় কোন এয়ারবাস/বিমান অবতরণ করতে পারে না। সাধারণত ইউরোপের সাথে লন্ডনে ব্যবসায়ীরা এই এয়ারপোর্টটি বেশি ব্যবহার করে। ইতালির এয়ারপোর্ট Milano Linate, Roma Fiumicino এবং Firenze থেকে বিভিন্ন ধরণের কম্পানি ফ্লাই করে থাকে।
Southend Airport
IATA(International Air Transport Association) Code: SEN
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.southendairport.com
এর সম্পর্কে তেমন কিছুই বলার নেই। বন্ধুরা আশাকরি আপনাদের লন্ডনের বিভিন্ন এয়ারপোর্ট গুলো সম্পর্কে মোটামুটি কিছু ধারণা দিতে পারলাম। যারা জানতে চান কিভাবে ইতালিতে কম মূল্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট গুলোতে যেতে পারবেন? তারা এখানে ক্লিক করে আমাদের পূর্বে প্রকাশিত সেই লেখাটি পড়ে আসুন।