মোহাম্মাদ ফয়সাল কোপেনহেগেনঃ গতকাল ডেনমার্কে প্রথমবারের মত স্নো’ দেখা মেলে এবং এরই সাথে জেঁকে বসেছে কণকণে শীত। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ শীত গেল ২১ মাসের মধ্যে ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা হ্রাসের রেকর্ড!শুভ্র তুষার সারা ডেনমার্ক জুড়ে গত কাল শুরু হলেও আবহাওয়া অফিস বলছে তুষার পড়া আরও অব্যহত থাকবে। এদিকে, গতকাল খারাপ আবহাওয়ার কারণে গাড়ী দুর্ঘটনায় একজন নিহত হয় এবং কমপক্ষে শ’খানিক গাড়ী রাস্তায় আকটে পড়ে এবং রাস্তা থেকে গাড়ী সরানোর জন্য সাহায্য নিতে হয়।গতরাত সাড়ে আটটার দিকে কোপেনহেগেনের অদূরে রসকিলদে তাপমাত্রা রেকর্ড করা হয় -১০.৫ এবং অরহুসের তাপমাত্রা ছিল -৯.৯
উল্লেখ্য ডেনমার্কের সর্বোচ্চ শীত পড়ে ১৯৮২ সালের জানুয়ারিতে এবং তখন তাপমাত্রা রেকর্ড করা হয় -৩১.২ ডিগ্রী!