ডিরেকটর হিসেবে “হাসান যুবায়ের” নামের আমিওপারির একজন সহকর্মী তার জীবনে এইপ্রথম একটি শর্টফিল্ম তৈরি করেছে । এবং শর্টফিল্ম প্রতিযোগিতায় তার তৈরি করা শর্টফিল্মটি এখন ২য় অবস্থানে আছে। আর তাই আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা আমাদের এই যোদ্ধা তথা আমিওপারির সহযোগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী ও আদরের ছোটভাই দের কে শর্টফিল্ম প্রতিযোগিতায় প্রথমস্থানে অবস্থান করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার জন্য আমিওপারি টিম এর পক্ষ থেকে বিনিত ভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনারা ওদের তৈরি করা এই শর্টফিল্মটির ফেসবুক লিঙ্কে গিয়ে নিজেরা লাইক দিয়ে এবং আমাদের মতো করে আপনারাও আপনাদের বন্দুদের সাথে শেয়ার করে ওদেরকেও লাইক দিতে অনুরোধ করে অনেক বড় ভূমিকা পালন করতে পারেন। মনে রাখবেন আপনার দেওয়া একটি লাইক হয়তো ওদের মতো নতুন প্রতিভাদের দেশের জন্য অনেক বড় কিছু করার প্রেরণা জোগাবে।
ওদের সেই ভিডিওটিতে গিয়ে লাইক ও শেয়ার দেওয়ার জন্য এখানে ক্লিক করুণ।
আর আপনাদের জন্য নিন্মে আমরা সেই শর্টফিল্মটি তুলে ধরলাম।