প্রশ্নঃ আমি কি ইতালিয়ান পাসপোর্ট বা ইউরোপের কোন দেশের পাসপোর্ট দিয়ে অ্যামেরিকা যেতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, আপনি যদি ইউরোপের বা এখানে দেওয়া
|
|
|
|
|
|
যেকোনো একটি দেশের পাসপোর্ট ধারী হয়ে থাকেন তাহলে আপনি অ্যামেরিকা যেতে পারবেন।তবে ৯০ দিন বা এর কম দিনের জন্য এবং ৯০ দিন এর বেশি সময় অবস্থান করতে পারবেন না। তবে এখানে কিছু শর্ত রয়েছে।
আপনি উক্ত দেশের পাসপোর্ট দিয়ে ৯০ দিনের জন্য ব্যবসা বা ভ্রমণের জন্য বিনা ভিসায় যেতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে Visa Waiver Program (VWP) এর অধীনে আবেদন করতে হবে। এবং আবেদন করার পর তারা যদি আপনাকে অনুমতি দেয় বা আপনার আবেদন মঙ্গুর করে! তাহলেই আপনি অ্যামেরিকা যেতে পারবেন বিনা ভিসায়। আর অ্যামেরিকার ভিসা সিস্টেম তথা Visa Waiver Program (VWP) এর অধীনে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই নিন্মের শর্তাবলির স্বত্বাধিকারী হতে হবে।
১- ভ্যালিড ইলেক্ট্রনিক চিপযুক্ত পাসপোর্ট এর অধিকারী হতে হবে,
২- আপনাকে প্রমান দেখাতে হবে যে আপনি ব্যবসা বা ভ্রমণের জন্য যাচ্ছেন,
৩- ৯০ দিন এর এর নিন্মে অবস্থান করবেন সেই বিষয় নিশ্চিত করতে হবে,
৪- রিটার্ন বিমান টিকেট থাকতে হবে,
৫- এখানে দেওয়া MasterCard, VISA, American Express, and Discover (JCB, Diners Club) যেকোনো একটি ক্রেডিট কার্ড এর মালিক হতে হবে।
উপরোক্ত বিষয় গুলো থাকলে আপনি অনলাইনে আপনার বিস্তারিত তথ্য দিয়ে অ্যামেরিকার ভিসা সিস্টেম তথা Visa Waiver Program (VWP) এর অধীনে আবেদন করতে পারবেন। এবং আপনার আবেদন একসেপ্ট করার পর আপনি বিনা ভিসায় ৯০ দিন এর জন্য অ্যামেরিকা যেতে পারবেন।
আপনাদের সুবিধার্থে ইতালিতে অবস্থিত বিভিন্ন নগরীতে অ্যামেরিকার দূতাবাসের ঠিকানা দিয়ে দেওয়া হলঃ
Milano, Via Principe Amedeo 2/10
Firenze, Via Lungarno Vespucci 38 Tel: 055-266951
Roma, Via Vittorio Veneto 119/A Tel: 06-46741
Napoli, Piazza Della Repubblica
বন্ধুরা সময় স্বল্পতার জন্য আজ এর বেশি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। তবে আপনাদের মনে যদি কোন প্রশ্ন থাকে! তাহলে সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
Recently USA sob illegal manushder naki legal diya dibe..Kobe teke and koto din dore jara achen tader k legal dibe..plz ekto bolben details