• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় সাধারন ডকুমেন্ট সমুহ

ByLesar

Aug 13, 2014

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বাংলাদেশ থেকে চিকিৎসা অথবা বিভিন্ন প্রয়োজনে ইন্ডিয়া যাওয়ার কথা ভাবছেন? কিন্তু ইন্ডিয়ান ভিসা পেতে কিভাবে কি করবেন বা কি কি ডকুমেন্টস প্রয়োজন? তা নিয়ে নানান দুশ্চিন্তায় থাকেন। আর তাদের জন্যই এখানে কিছু গুরুত্ব পূর্ণ বিষয় তুলে ধরা হল।

ইন্দিয়ার ভিসা জন্য আবেদন করতে আপনার যা যা লাগবে?  

১. অরিজিনাল পাসপোর্ট, পাসপোর্টে অন্তত ৬ মাসের মেয়াদ ও ভিসার জন্য অন্তত দুইটি পাতা খালি থাকতে হবে। সাথে পাসপোর্টের প্রথম ৪পৃষ্ঠা ও ডলার ইন্ডোর্সমেন্টের পাতার ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে। পুরাতন পাসপোর্ট থাকলে সেটা সঙ্গে

২. একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি।

৩. জাতীয় পরিচয় পত্র ও ইউটিলিটি বিল (যেমনঃ ইলেক্ট্রিসিটি বিল, ফোন, গ্যাস বা পানির বিল)-এর ফটোকপি।

৪. চাকরীর ক্ষেত্রে অফিসের ছাড়পত্র, ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত্ব পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে।

৫. ব্যাংক থেকে $150 এন্ডোর্সমেন্ট এর সার্টিফিকেট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ফটোকপি বা কমপক্ষে ১০,০০০ টাকা জমাকৃত ব্যাংক স্টেটমেন্ট।

৬. রেজিষ্ট্রেশন নম্বর ও এপয়েন্টমেন্ট ডেট সহ অনলাইন ভিসা আবেদন পত্রের প্রিন্ট কপি।

আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করে ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version