ইউরোপের মধ্যে কর্ম জীবিকার দেশ পর্তুগাল। সরকার দ্বারা ঘোষিত সহজতর ইম্মিগ্রান্ত আইন এর কারনে সাড়া বছর সে দেশে ইম্মিগ্রান্তদের বৈধতা দেওয়া হয়। এবং সহজ শর্তে পর্তুগালে বৈধতা মেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে ভীর জমায় প্রবাসী বাংলাদেশীরা। ইউরোপের বৈধ ভাবে সেঙ্গেন ভিসা নিয়ে প্রবেশ করলেই পর্তুগালে বসবাসের জন্য আবেদন করতে পারে যেকোনো লোক। তবে সেখানে হাতের নাগালে বৈধতা পেয়ে অনেকে আবার দালাল চক্রের হাতে হয়রানী ও সর্বস্ব হারানোর নজীর রয়েছে। তাই দালাল চক্র থেকে সাবধান থাকার প্রয়োজন বলে মনে করেন পর্তুগালের আওয়ামী লীগের সভাপতি “জসিমুদ্দিন”। এছাড়াও পর্তুগালে স্থানীও municipality-পৌরসভাতে নিজের নাম তালিকা ভুক্ত করে ছয় মাস কাজ করলেই সে দেশের কাগজ পাওয়া যায় বলে জানান ফ্রান্স থেকে পর্তুগালের কাগজের সন্ধানে আসা এক প্রবাসী বাংলাদেশী( তবে এই বিষয়টির উপর সরকারি ভাবে কোন প্রকার তথ্য দেওয়া হয়নি) । ২০০৭ সাল থেকে পর্তুগাল সরকার বৈধ করনে যে আইন করেছে সে সুযোগ কাজে লাগিয়ে অনেকেই বৈধতা পেয়েছেন বলে জানান পর্তুগাল প্রবাসী বাংলাদেশী “আমির হোসেন”। বন্ধুরা পর্তুগাল নিয়ে আরও বিস্তারিত জানতে নিচে আমাদের পর্তুগাল নিয়ে ১ম ও দ্বিতীয় পর্বের দুইটি ভিডিও রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করুন।[sociallocker]
১ম পর্বের রিপোর্টঃ
[youtube iLwiqpPtDKg?modestbranding=1&rel=0 nolink]
২য় পর্বের রিপোর্টঃ
[youtube 6DQQ83NBRGQ?modestbranding=1&rel=0 nolink]
এবং পর্তুগালের বৈধকরন আইনে বৈধতার সুয়োগ ও বিভিন্ন সমস্যা,সম্ভাবনা নিয়ে তিন পর্বের রিপোর্টের তৃতীয় রিপোর্টটি দেখার জন্য এখানে ক্লিক করুন। আর পর্তুগাল নিয়ে আপনাদের মনে কোন প্রশ্ন বা বিষয় জানার থাকলে সরাসরি আমাদের টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্যঃ আপনাদের জন্য নিউজটি করেছেন আমাদের সহকর্মী ও চ্যানেল এস ফ্রান্স প্রতিনিধি নুরুল ওয়াহিদ। উল্লেখ্য আমিওপারিতে আমাদের এই সহকর্মীকে নিয়ে একটি লেখা রয়েছে (“ফ্রান্সের এক প্রবাসী ভাইয়ের বেদনাদায়ক ঘটনা!মা মা মা মা মা মা মা মা আমার মা”) তাকে নিয়ে সেই লেখাটি পড়তে চাইলে এখানে ক্লিক করে পরে নিতে পারেন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]