তবে যাই হোক যারা প্রকৃত দেশ প্রেমিক তারা কিন্তু দেশের জন্য অনেক ধরণের ভূমিকা পালন করে যাচ্ছে।তেমনি এক দেশ প্রেমিক ইতালির ভেনিস শহরের প্রবাসী বাংলাদেশী নারী ইতালিয়ানদের কাছে আমাদের দেশের সমাজ, সংস্কৃতি,শিক্ষা তথা সম্পূর্ণ বাংলাদেশকে খুব সুন্দর করে তুলে ধরে এবং তাকে এই কাজে সাহায্য করে ভেনিসের Arci Sahara Organization নামে একটি অর্গানাইজেসন। যারা ইতালিতে বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশের সংস্কৃতিকে ইতালিয়ানদের মাঝে তুলে ধরতে নানা ধরণের সাহায্য সহযোগিতা করে থাকে। আর শশী এই অর্গানাইজেসন এর সহযোগিতায় গত ১৯ সেপ্টেম্বর সন্ধার দিকে ইতালিয়দের কাছে অসাধারন ও চমৎকার উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে Arci Sahara Organization এর সাথে সাথে উপস্থিত ছিলেন ইতালিয়ান আরও কয়েকটি সংস্থার মধ্যে Cooperativa Coges এর Dottoressa Cristina Rolli ( কজেস এমন একটি এ্যাসোসিয়েশন যারা প্রবাসীদের বিভিন্ন কাজ পেতে সাহায্য করে), Centro Donna Comune di Venezia (চেন্ত্র ডন্না নারীদের নিয়ে নানা ধরের সাহায্য ও সহযোগীটা করে থাকে) ইত্যাদি নাম করা ইতালিয়ান অর্গানাইজেসন এর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ বাংলাদেশীদের মধ্যে উপস্থিত ছিলেন “কামরুল সারোয়ার” সভাপতি ভেনিস বাংলা স্কুল, “পলাশ রহমান” ভেনিস বাংলা কমিউনিটির একজন সাংবাদিক ও স্থানীয় ভেনিস প্রবাসী বাংলাদেশীরা। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে অনেক ইতালিয়ান নারীদের বাংলাদেশী পোশাক পরিধান করতে দেখা গিয়েছে যা শশী একজন নারী বলেই ইতালিয়ান নারীদের কাছে আমাদের দেশের পোশাক পরিধানের বিষয়টি ফুটিয়ে তুলতে পেরেছেন। এবং অনুষ্ঠান শেষে ইতালিয়ানদের মাঝে দেশীয় বিভিন্ন ধরণের খাবার পরিবেষণ করা হয়।
আমি আমার দেশকে ভালোবাসি ♥ আমার দেশকে যে সম্মান করে আমি তাকে সম্মান করি আমার দেশকে যে ঘিনা করে তাকে আমাদের দেশের মানুষকে দেখিয়ে বলবো যে এই দেখ আমাদের সোনার বাংলাদেশ