• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোমে মেট্রো সি এর প্রথম দেখা মিলল রোমান দের ভাগ্যে।

ByLesar

Sep 20, 2014

আজকের দিনটি ইতালির রোম প্রবাসীদের জন্য স্মরণীয় ও স্পেসিয়াল একটি দিন ছিল। রোমের যানজট থেকে মুক্তি পেতে ইতিমধ্যে মেট্রো এ ও মেট্রো বি থাকলেও মেট্রো সি নিয়ে অনেক আশার দিন গুনেছে ইতালিও রোম প্রবাসী। ১১ অক্টোবর ২০১৪ তে সাধারণ মানুষের জন্য মেট্রো সি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। তবে আজ শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নতুন এই মেট্রোর ভিতরে ঘুরে দেখার জন্য রোমের পার্কো দি চেন্তচেল্লি নামক স্তপিজটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যার মাধ্যমে রোমান দের অনেকেই তাদের কল্পনার নতুন এই মেট্রো সি স্তপিজটির ভিতর ও মেট্রো সি ট্রেনটি দেখার সুযোগ পান। যা রোমের অন্যান্য মেট্রো থেকে অনেক আকর্ষণীয় ও নতুন প্রজন্মের সব ধরণের ছোঁওয়া রয়েছে এতে। বন্ধুরা তাহলে আসুন আমরাও এক নজরে দেখে নেই রোমের এই নতুন মেট্রো সির অসাধারন কিছু সিক্রেট ছবি।

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *