আসলে ইতালির সরকার বা ইউরোপের বিভিন্ন দেশেই এই নিময়টি রয়েছে যে আপনি দীর্ঘ দিন ধরে প্রবাসে বসবাস করার কারনে আপনার প্যারেন্টস দের চাইলে আপনাদের কাছে নিয়ে আসতে পারেন। তবে এর কার্যক্রম প্রক্রিয়া এক এক দেশে এক এক রকমের হয়ে থাকে। এবং তারা আমাদেরকে এই সুযোগটি মানবতার দিকে তাকিয়ে দিয়ে থাকে। তবে বর্তমানে আমাদের দেশের অনেক ভাই বোনেরা এর মধ্যেও লাভ লোকসান বা তারা এতে কোন সুবিধা পাবে কিনা? সেই বিষয় নিয়ে চিন্তিত।
আরে ভাই আপনি এখানে আসতে পেরেছেন আপনার বাবা/মার অবদানে, এবং আল্লাহ্র রহমতে আজ আপনার আয়/রোজগারও ভালো এবং ইতিমধ্যে আপনি আমরা স্ত্রী সন্তান নিয়ে ইউরোপের মতো একটি দেশে মান সম্মান এর সাথে উন্নত একটি জীবন যাপন করছেন। এতাই তোঁ আপনার সবচাইতে বড় পাওয়া। তার মধ্যে আমি চাইলেই আপনার বাবা/মাকে এখানে নিয়ে আসতে পারছেন। তাহলে এর বেশি আপনাকে আর কি দেবে। তার পরেও আপনাদের মনের ইচ্ছা পূরণ হয় না?
যাই হোক এটা যার যার বিবেকের উপর নির্ভর করে। তবে আমরা সকলের কাছে অনুরোধ করবো যাদের সমর্থন রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন বৃদ্ধ বাবা/মার জন্য ভালো কিছু করার এবং বৃদ্ধ বসয়ে তাদের সেবা করার তবে কোন স্বার্থের কথা চিন্তা করে নয়। মনে রাখবেন আজ আপনি আপনার বাবা মার জন্য করবেন তোঁ একসময় আপনার সন্তান আপনার জন্য করবে। কারন আমরা যতই ইউরোপের মতো উন্নত দেশে থাকি না কেন? আমরা কিন্তু বাংলাদেশী। এবং আমাদের সংস্কৃতি ওদের চাইতে অনেক ভিন্ন।
তার পরেও যাদের মনে এরকম কোন প্রশ্ন রয়েছে তাদের বলছি। আপনি যদি ইতালিতে আপনার বাবা/মা কে নিয়ে আসতে চান তাহলে আপনি চাইলে আপনার বাবা/মার কাগজের উপর ভিত্তি করে পরে আপনার ১৮ বছরের নিচে ভাই বোন দেরকেও ইতালিতে নিয় আসতে পারবেন। যেটা আপনার কাগজ দিয়ে সম্ভব নয় কিন্তু আপনার বাবা মার কাগজের উপর এটা করা যাবে। কিন্তু এখানে কিছু সর্ত ও ফর্মালিটি রয়েছে যা প্রাইভিসির জন্য আমরা প্রকাশ করতে পারছি না। আবার যারা ইতিমধ্যে বাবা/মা কে ইতালি নিয়ে আশার জন্য কাগজ দেশে পাঠিয়ে দিয়েছেন এবং আপনার ১৮ বছরের নিচে ভাই বোন রয়েছে। তারা কিন্তু কিছু বিষয় জানেন না তাই আপনার এই না জানার কারনে আপনি হয়তো পরবর্তীতে চাইলেও আপনার ভাই বোন দের এখানে নিয়ে আসতে পারবেন না। যাই হোক যারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে চান তারা সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর আমদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
Vai assalamu……. ami italite thaki . Amra suntesi italite digital passport er kaj suru hoise .Amar passport enalok . Ei somporke jodi ekto bolten .
Apnara news ta pura den na keno?????