এটা গেলো আমাদের বাংলাদেশী ব্যবসায়ী ও কর্মজীবী প্রবাসীদের কথা। এবার আসুন কিছু ইতালিয়ান দের কথা শুনি। আমাদের দেশের মানুষ খেটে খাওয়া মানুষ, আর টাই তারা ৮ ঘণ্টার যায়গায় প্রয়োজনে ১৪ ঘণ্টাও নিজের ব্যবসার পিছনে স্রম দেয়, এবং এর পরেও অনেকে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে পারেনি। আর ইতালিয়ান ওরা অনেক অলস প্রকৃতির, দিনে সর্বমোট ৮ ঘণ্টা কাজ করতেই ওদের বারোটা বেজে যায়। তবে এটাও মূল বিষয় নয়। প্রধান সমস্যা ঐ একোনমিক ক্রাইসিস। ঠিক আমাদের বাংলাদেশী দের মতোই ওরা একি ভরসায় প্রতি বছর নিজের পকেট থেকে লসের ভার বইতে বইতে শেষ পর্যন্ত কোমর ভেঙ্গে ফেলেছে। এবং সব মিলিয়ে এই পর্যন্ত ইতালিতে এ সংক্রান্ত সকল ঘটনা নিয়ে একটি জরীপ চালানো হয়েছে তার বিস্তারিত আমরা নীচে আপনাদের কাছে তুলে ধরছি তাহলে আর আপনাদের মনে কোন প্রশ্ন থাকবে না, ইতালির বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নিতে!!!
বিশ্ব অর্থনৈতিক মন্দার কারনে ইতালিতে এই পর্যন্তঃ
- ৩৬০ হাজার কম্পানি বন্ধ হয়ে গিয়েছে।
- ৮ মিলিয়ন ইতালিয়ান গরিবের খাতায় নাম লিখিয়েছে।
- ৪ শত এরও বেশি ইতালিয়ান আত্মহত্যা করেছে।
- ১,৫ মিলিয়ন ইতালিয়ান বাসাবাড়ি ছাড়া রয়েছে।
- ২০০ হাজার বৃদ্ধ পেনশন থেকে বঞ্চিত হয়েছে।
- ৩৫০ হাজার অসুস্থ ইতালির আজ টাকার জন্য চিকিৎসা পাচ্ছে না।
- ৪০ হাজার ইতালিয়ানের লোণের মাধ্যমে কেনা বাসা ব্যাংক জব্দ করেছে।
- ১০ মিলিয়ন ইতালিয়ান বর্তমানে কাজ ছাড়া বেকার রয়েছে।
তাহলে এবার নিজেকে নিজে ভালো করে প্রশ্ন করুন এবং ১০০০ বার ভেবে দেখুন এখনো আপনি ইতালিতে আসতে চান কিনা? তবে আমরা জানি এর পরেও আপনারা এখানে আসার জন্য এক পায়ে রাজি? কারন আমরা যাতে বাঙ্গালী এবং আমরা পরনির্ভরশীল! আত্মনির্ভরশীল না …… তাই?
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
How a illigal or student can be legal in uk by the European passport plz let me know …..