প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় Australia নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই বর্তমানে ইতালির পাসপোর্ট ধারী এবং ইতালির বর্তমান অর্থনৈতিক মন্দার কারনে এদের মধ্যে অনেকেই লন্ডন সহ বিভিন্ন দেশে উন্নত জীবনের আশায় পারি জমাচ্ছেন। তবে অনেকেই এখন আর লন্ডন যেতে ইচ্ছুক নয় আর তাই তারা বেঁছে নিচ্ছে Australia এর মতো উন্নত দেশ গুলো কিন্তু অনেকের মনেই Australia নিয়ে নানা ধরণের প্রশ্ন রয়েছে, যেমন ইতালির পাসপোর্ট দিয়ে কি Australia যাওয়া যায়? নাকি এর জন্য আলাদা ভাবে ভিসা নিতে হয়? আর ভিসা নিতে হলেও কিভাবে কি করতে হবে? বা ভিসা কতো দিনের জন্য দিয়ে থাকে? কি কি ধরণের ভিসা পাওয়া যায়? ইত্যাদি ইত্যাদি। কাজেই আজকে আমরা আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো।
আমরা সবাই জানি ক্যাঙ্গারু এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্যাবলীর দেশ অস্ট্রেলিয়া যেখানে জীবন যাপনের মান অনেক উন্নত। আর তাই এখানে জীবন যাপন করা বা যাওয়ার বিষয়টিও অনেক কঠিন।অস্ট্রেলিয়ার বিভিন্ন নগরীর মধ্যে Sydney, Melbourne, Bribane, Perth এই শহর গুলি সকলের মনেই এক ধরণের দোলা দিয়ে যায়। অনেকেই চাই এখানে চিরস্থায়ী ভাবে জীবন যাপন করতে।[sociallocker]
কিন্তু দুঃখের হলেও সত্য যে অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া যাওয়া এতো সহজ নয়। আসুন তাহলে জেনে নেই কে বা কারা এই দেশে যাওয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে? এবং কি কি ধরনে ভিসা রয়েছে তার সম্পর্কে কিছু ধারণা সহ আরও কিছু তথ্য।
কারা পারবে এই দেশের ভিজিট ভিসার জন্য আবেদন করতে?
যাদের নিন্মের দেশ গুলোর পাসপোর্ট রয়েছে তারা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবে।
- Andorra
- Austria
- Belgium
- Bulgaria
- Croatia
- Cyprus
- Czech Republic
- Denmark
- Estonia
- Finland
- France
- Germany
- Greece
- Hungary
- Iceland
- Ireland
- Italy
- Latvia
- Liechtenstein
- Lithuania
- Luxembourg
- Malta
- Monaco
- The Netherlands
- Norway
- Poland
- Portugal
- Romania
- Republic of San Marino
- Slovak Republic
- Slovenia
- Spain
- Sweden
- Switzerland
- United Kingdom – British Citizen
- Vatican City.
যাদের উপরের যেকোনো একটি দেশের পাসপোর্ট রয়েছে তারা খুব সহজেই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। সাধারণত অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা ৩ মাসের জন্য দেওয়া হয় তবে আপনি চাইলে পরে আরও ৩ মাসের জন্য নাবায়ন করিয়ে নিতে পারবেন। তবে যারা ইতালিতে রয়েছেন এবং ইতালিয়ান পাসপোর্ট ধারী তাদের বলছি!! যে ইতালিতে ২০০৮ সাল থেকে ইতালিস্থ রোমের অস্ট্রেলিয়ান দূতাবাস কোন প্রকার ভিসা জমা নেয় না। কাজেই আপনাদের যেকোনো ভিসার জন্য অনলাইনের সাহায্য নিতে হবে। তবে কিভাবে বা কোথায় অবেদন করতে হবে সেই লিঙ্ক বা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।তবে মজার বিষয় হচ্ছে আপনি যদি উক্ত দেশের পাসপোর্ট ধারী হন তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সম্পূর্ণ ফ্রী এর জন্য আপনাকে কোন টাকা পে করতে হবে না।
Criminal convictions: যদি উক্ত দেশ গুলরমদ্ধে আপনার নামে কোন প্রকার মামলা বা অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ইত্যাদি দোষ সাব্যস্ত বা প্রমান থাকে তাহলে আপনাকে ভিসা দেওয়া হবে না।
Health requirements: আপনাকে অবশ্যই একজন সুস্থ ও সবল স্বাস্থ্যের অধিকারী হতে হবে যদি আপনার শারীরিক কোন সমস্যা বা ছোঁয়াচে কোন ব্যাধি থাকে তাহলেও আপনাকে ভিসা দেওয়া হবে না।
Health insurance: যখন আপনি অস্ট্রেলিয়া ভ্রমণ করবেন সেই সময় আপনার স্বাস্থ্য সংক্রান্ত সকল দায় ভার সম্পূর্ণ আপনার নিজের ব্যয় করতে হবে, কাজেই আপনাকে অবশ্যই স্বাস্থ্য বীমা করে নিতে হবে। ইত্যাদি আরও কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়া ভ্রমণ বা ব্যবসার জন্য যেতে পারবেন।
আবার রয়েছে WHV ভিসা মানে WORKING HOLIDAY VISA এই ভিসা দিয়ে আপনি সেখানে ছুটির সময় কাজ করতে যেতে পারবেন।আর আপনার যদি বয়স ৩০ বছরের নিচে হয় তাহলে আপনার জন্য রয়েছে অনেক ধরণের কাজের সুযোগ।
আবার রয়েছে SKILLED VISA ভিসা এটা দিয়ে সব সময়ের জন্য কাজ করা যাবে।
Permanent Resident: আপনি যদি কোন ভাবে দুই বছর অস্ট্রেলিয়ায় কোন জব করতে পারেন তাহলে দুই বছর পর সেখানে পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
Passport: একবার পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার পর আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন তবে তার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে যেমন ভাষার পরিচিতি, সংস্কৃতি, অর্থনীতি এবং অন্যান্য বিষয়ের উপর দক্ষতা ইত্যাদি বিষয়ে। এই পরীক্ষার মোট প্রশ্ন থাকে ২০ টি এবং পরীক্ষায় উত্তিন্ন হওয়ার জন্য ১০০ পয়েন্ট এর মধ্যে ৭০ পয়েন্ট পেতে হবে।
এরকম আরও অনেক কিছুই রয়েছে যা আমরা সময় স্বল্পতার জন্য এখানে লিখতে পারছিনা। আবার আমাদের কালেকশনে অনেক গুলো অস্ট্রেলিয়ান অফিশিয়াল ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমে আপনারা আগে থেকেই সেখানে যাওয়ার আগে মনের মতো জব খুঁজে নিতে পারবেন।
উল্লেখ্যঃ আমিওপারি টিম আপনাদের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধীরা মিলিত ভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরা সব সময় বিভিন্ন গুরুত্ব পূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা খুব সহজে প্রবাসে আপনাদের জীবন আরও সুন্দর ও সহজ করে তুলতে পারেন। আর তাই আমরা কিন্তু বিগত দীনগুলোতে এরকম অনেক প্রয়োজনীয় তথ্যের সোর্স এবং লিঙ্ক সহ আপনাদের মাঝে শেয়ার করতাম যাতে করে আপনারা খুব সহজেই প্রতিটি বিষয় সম্পর্কে বুঝতে পারেন।আবার অনেক বিষয় আপনাদের হাতে ধরেও বুঝিয়ে দিয়ে আসছি। কিন্তু দুঃখের হলেও সত্য যে, কিছু দিন ধরে আমাদের কাছে কিছু অনৈতিক বিষয় ফুটে উঠেছে এবং আমাদের কঠোর হতে বাধ্য করছে। যেমন আমরা এখানে আপনাদের জন্য প্রতিটি বিষয়ের লিঙ্ক সহ প্রকাশ করি, আর কিছু সংখ্যক অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী আমাদের এই সরল মন মানসিকতাকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে। তারা আমাদের কাছ থেকে এই বিষয় গুলো জেনে আপনাদের সাথে ব্যবসা করছে। যেমন কিছু দিন আগে আমরা এখানে ডেনমার্কে সিজনাল কাজের অফার নিয়ে একটি লেখা প্রকাশ করি এবং সেখানে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয় কিভাবে কি করবেন? কিন্তু আমাদের কাছে রিপোর্ট এসেছে যে কিছু সংখ্যক ব্যবসায়ী টাকার বিনিময়ে অনেক কে অনলাইনের সেই ফর্ম পূরণ করে দেওয়া সহ আরও নানা ধরণের কর্ম কাণ্ড করে যাচ্ছে। শুধু তাই নয় দেশেও অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে তাদের নিজ ব্যবসার স্বার্থে ব্যবহার করছে। আর তাই আমরা এখন থেকে এখানে কোন প্রকার লিঙ্ক প্রকাশ করবো না। যারা আমাদের সাইট ভিজিট করেন তারা তাদের প্রয়োজনে আমাদের টিম এর সাথে সরাসরি যোগাযোগ করে প্রতিটি বিষয় সম্পর্কে জেনে নিতে পারবেন। আমরা কখনোই এরকম কিছু করার পক্ষপাতি ছিলাম না, কিন্তু যেহেতু আমরা বাঙ্গালী জাতী এবং আমাদের রক্তের সাথে কিছু একটা মিশে আছে তাই তাদের এরকম কর্মকাণ্ডের জন্য আমরা আজ এরকম কঠোর হতে বাধ্য হচ্ছি। আর এর জন্য আমাদের পাঠক দের কাছে আমরা একান্ত ভাবে ক্ষমা প্রার্থী। সেই সাথে আমরা আশা করবো যে আপনারা আমাদের বিষয়টিকে বুঝতে পারবেন।
অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও জব অনুসন্ধান সহ ইত্যাদি বিষয়ের লিঙ্ক বা বিস্তারিত জানার জন্য আমাদের টিম এর সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন।
উল্লেখ্যঃ যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। [/sociallocker]
I have a passport of France.can I change my nationality in U.S.A.