• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

লায়লার অভিযোগ মিথ্যা : গ্রীসের ইমাম হাফেজ মাওলানা খালিদ বিননূরী

ByLesar

Aug 12, 2014

মাঈনুল ইসলাম নাসিম : ভূয়া অডিও টেপের সূত্র ধরে তিন মাস আগে ঢাকায় গিয়ে জবাবদিহিতার মুখোমুখি হবার পর গ্রীসের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে চিহ্নিত দালাল সিন্ডিকেট কর্তৃক এবার নারী কেলেংকারির অভিযোগ চাপিয়ে দেয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে গত মে মাসে কথিত অডিও টেপ বানোয়াট প্রমাণিত হবার পরও একজন বীর মুক্তিযোদ্ধা ও সৎ অফিসারকে কেন বার বার অপদস্থ করা হচ্ছে, এই প্রশ্ন উঠে এসেছে একাধিক সোশ্যাল মিডিয়াতে।

সরকারের কাছে অনেকে প্রশ্ন রাখছেন, ‘অনেস্টি’র পুরষ্কার কি করে হয় ‘হ্যারেসমেন্ট’? দালাল সিন্ডিকেটের বিজয় দেখতে তাই মোটেও প্রস্তুত নন গ্রীস প্রবাসী বাংলাদেশিরা। এথেন্সের সুপরিচিত ‘মসজিদ-এ ওমর’-এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা খালিদ বিননূরী ফেসবুকে লিখেছেন, ‘‘লায়লা এতোটা নীচুমনের নারী মনে করিনি। আমি তাকে অন্যান্য নারীদের মতোই ভদ্র ও চরিত্রশীলা ভাবতাম, কিন্তু বাস্তবে দেখছি তার উল্টো।’’

সামাজিক ব্যক্তিত্ব ইমাম খালিদ বিননূরী প্রায় ২০ বছর ধরে এথেন্সে বসবাস করছেন। স্থানীয় পুলিশ প্রশাসন বিশেষ করে গোয়েন্দা বিভাগে রয়েছে তাঁর বিশেষ গ্রহনযোগ্যতা। মাওলানা বিননূরী ফেসবুকে আরো লিখেছেন, ‘‘রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ একজন প্রবীন লোক, স্বস্ত্রীক তিনি গ্রীসে আছেন। গোলাম মোহাম্মদের আগমনের পর থেকে দুর্নীতিমুক্ত হয় গ্রীসের বাংলাদেশ এ্যাম্বেসি।’’

দালাল সিন্ডিকেটের প্ররোচনায় লায়লার আনীত যৌন হয়রানির অভিযোগকে মিশরীয় দুরাচার কারুনের চক্রান্তের সাথে তুলনা করে হাফেজ মাওলানা বিননূরী বলেন, ‘‘বিশ্ববখীল কারুন একটি বেশ্যা নারীকে কিছু পয়সা দিয়ে হযরত মুসা (আ)-এর বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ এনেছিলো, যার ফলশ্রতিতে জীবিত কারুনকে মাটি গ্রাস করে নিয়েছিলো’’। গ্রীসের ইমাম দৃঢ়তার সাথে বলেন, ‘‘আমি মনে করি লায়লার অভিযোগ মিথ্যা ও অযৌক্তিক’’।

এথেন্সের প্রভাবশালী কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী ওসমান গনি কামালও ফেসবুকে সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন রেখেছেন। তিনি জানতে চেয়েছেন, ‘‘লায়লা অভিযোগ করেছেন তিনি রাষ্ট্রদূত কর্তৃক বার বার নির্যাতিত হয়েছেন, সেক্ষেত্রে প্রথমবার নির্যাতিত হবার পর লায়লা কেন বার বার রাষ্ট্রদূতের নিকট গিয়েছেন ? নির্যাতিত হবার পর লায়লা কেন স্থানীয় পুলিশের সহায়তা নেননি’’?

তিন মাস আগের মতো এবারও চাপিয়ে দেয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে ওসমান গনি কামাল বলেন, ‘‘গ্রীসে লায়লার আরেক বোন আছে, তাদের জীবন বিশ্লেষন করলে বেরিয়ে আসবে এদেশে কী পেশা তাদের।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version