গতকাল ২৬শে জুলাই শনিবার প্যারিসের প্লাস ডলা রিপাবলিক এ ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় সরকার এই সমাবেশ নিষিদ্ধ করে এবং এই উপলক্ষ্যে প্রচুর নিরাপত্তারক্ষীও মোতায়েন করেছিল স্থানীয় সরকার। কিন্তু হঠাৎ করেই ফ্রান্সে ফিলিস্তিনপন্থী তরুণরা বার্বেজ রোশোশোয়া মেট্রোর কাছাকাছি একত্রিত হতে থাকে। কিছুক্ষণের মাঝেই এই জনসমাবেশ ৩০০০ ছাড়িয়ে যায়। তারা ফিলিস্তিনের পতাকা হাতে স্থানীয় সরকারের “নিষিদ্ধ সমাবেশ” এর বিপক্ষে স্লোগান দিতে থাকে। উত্তেজনা আর জনসমাগম ক্রমশ: বাড়তে খাকলে নিরাপত্তারক্ষীরা সমাবেশ ভেঙ্গে দিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে যায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে অনেক বিক্ষোভকারীসহ ১৪ নিরাপত্তারক্ষী আহত হয়, আর ৩৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। পুরোবিক্ষোভসহ সংঘর্ষের কিছু ছবি এখানে শেয়ার করা হলো
প্যারিসের প্লাস ডলা রিপাবলিক এ ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত।
ফ্রান্স যেতে চান? দেখে নিন কিভাবে কি করবেন সব তথ্য এক সাথে। দালাল হতে সাবধান!!
ফ্রান্সে সিলেট সমিতির বনভোজন ও সমুদ্র ভ্রমন অনুষ্ঠিত
আর দেরি নয়,খুব দ্রুত পরিবর্তন চায় ফ্রান্সের মানুষ
ফ্রান্সে বেসামাল এক সাংবাদিকের কথা
ফ্রান্সে আশ্রয়প্রার্থীদের আবেদন যত দ্রুত সম্ভব সুরাহা করতে নতুন পদক্ষেপ নিবে সরকার
যারা প্যারিস ভ্রমণ করার কথা ভাবছেন তারা এই ভিডিওটি না দেখলে মিস করবেন।