প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে সবার হাতে হাতে স্মার্ট ফোন। স্মার্ট ফোন ছাড়া জীবন যাপন করা অনেকটা কঠিন হয়ে দারিয়েছে!! কেননা এই স্মার্ট ফোন গুলো আমাদের জীবনের একটি অঙ্গ হিসেবে রূপান্তরিত হয়ে গেছে, কাজেই আমরা এখন চাইলেও এর থেকে দূরে থাকতে পারিনা। কি নেই এতে? আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রতিটি কাজ এতো সহজ করে দিয়েছে যা কিছু দিন আগেও’ আমরা কল্পনাতেও চিন্তা করিনি’।
যাই হোক আমাদের মধ্যে সবাই এখন তার এই স্মার্ট ফোনটিকে আরও স্মার্ট করার জন্য নানা ধরণের অ্যাপলিকেশন ইন্সটল করে থাকেন। আর এতো সব প্রোগ্রাম এর মধ্যে আপনার এনন্ড্রয়েড মোবাইলে বাংলা ডিকশনারি থাকবে না তা কি করে হয়? আমরা আজকে এখানে এনন্ড্রয়েড চালিত স্মার্ট ফোনের জন্য এমন সব ডিকশনারির কালেকশন নিয়ে হাজির যা আপনার কাজে লাগবেই!! এই পর্যন্ত এনন্ড্রয়েড মোবাইলের জন্য যতগুলো ডিকশনারি বের হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো ডিকশনারি গুলোর লিস্ট রয়েছে এখানে এবং এই ডিকশনারি গুলো যদি ব্যবহার করেন তাহলে মোবাইলে কম্পিউটারের মত শক্তিশালী ডিকশনারির স্বাধ পেয়ে যাবেন। তাহলে নিচে প্রতিটি ডিকশনারির ছবি সহ বর্ণনা এবং সাথে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেওয়া হল। আপনি শুধু আপনার চাহিদা অনুযায়ী পছন্দ করুণ!! আর মনের আনন্দে ব্যবহার করুণ। তাহলে আসুন দেখে নিয় লিচের লিস্ট গুলো।
১- আমার কাছে সবচেয়ে বেস্ট ডিকশনারি হল এইটা কেন তা ডাউনলোড করলেই বুঝতে পারবেন।
উপরের ডিকশনারিটি গুগল প্লে থেকে আপনার মোবাইলে ডাউনলোড করুণ বা আরও বিস্তারিত জানুন এখানে ক্লিক করে এই লিঙ্কে।
২- Md. Waliul Islam Mondal ভাইয়ের ডিকশনারি যার ডিকশনারি মোবাইলের প্রথম যুগ থেকে আমাদের সেবা দিয়ে এসেছিল।
উপরের ডিকশনারিটি গুগল প্লে থেকে আপনার মোবাইলে ডাউনলোড করুণ বা আরও বিস্তারিত জানুন এখানে ক্লিক করে এই লিঙ্কে।
৩- সবচাইতে ভালো হচ্ছে এই ডিকশনারিটি যেটা টাকা দিয়ে কিনে নিতে হয় কিন্তু আমরা এখানে আপনাদের জন্য ফ্রী ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাংলা একাডেমী ইংলিশ-বাংলা ডিকশনারি…। এই ডিকশনারিতে বাংলা একাডেমি বইতে দেওয়া প্রত্যেকটা শব্দ অর্থ স্ক্রান করে দেওয়া হয়েছে অনেকটা সিলিকন কম্পিউটার ডিকশনারির মত।
এক নজরে সকল ফিচারঃ
১- অফলাইন অর্থাৎ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে।
২- Barron’s GRE ওয়ার্ড লিস্ট সুবিধা রয়েছে।
৩- অটো কমপ্লিশন ওয়ার্ড সুবিধা রয়েছে।
৪- বাংলা উচ্চারণও শব্দের পাশে রয়েছে।
৫- ২১০০০+ সংখ্যার বিশাল শব্দের সংগ্রহ।
৬- অত্যন্ত গতি সম্পন্ন।
সাইজঃ মাত্র ৬৫ এমবি
এখানে একটি জিপ ফাইলের মধ্যে প্রয়োজনীয় সব ফাইল দেওয়া আছে … এবং ভিতরে একটি ছবি রয়েছে যেখানে ইন্সটল প্রসেস সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবং আপনি শুধু এই ডিকশনারিটি ইন্সটল করে নিলে আপনার আর অন্য কোন ডিকশনারির প্রয়োজন হবে না। ডাউনলোড করুণ এখানে ক্লিক করে।
৪- অফলাইন বাংলা ইংরেজি অভিধানঃ
এক নজরে সকল ফিচারঃ
১- দ্রুত গতিশীল অনুসন্ধান ফাংশন ( ঝাপসা লজিক ) ব্যবস্থাসহ – অভিধান যখন আপনি টাইপ শব্দের জন্য অনুসন্ধান শুরু হবে.
২- বুকমার্ক করুন – আপনি বুকমার্ক ” তারকা ” আইকন ক্লিক করে আপনার প্রিয় তালিকা থেকে দ্রুত রেফারেন্সের জন্য আপনার প্রিয় সব অনুবাদের সক্ষম.
৩- বুকমার্ক তালিকা ম্যানেজিং – আপনি আপনার বুকমার্ক তালিকা সক্ষম সম্পাদনা বা তাদের সাফ .
৪- নতুন শব্দ / শর্তাদি যোগ করুন – আপনি যুক্ত এবং এই অভিধানে নতুন পদ কোনো সংরক্ষণ করতে পারবেন.
৫- 20,000 শব্দ – অভিধানে সব জনপ্রিয় ও দৈনন্দিন ব্যবহারের শর্তাবলী অন্তর্ভুক্ত .
৬- বিনামূল্যে – এটা সম্পূর্ণ বিনামূল্যে. কোন খরচ ডাউনলোড করুন. FOC .
৭- কাজ অফলাইন – এটা অফলাইনে কাজ , কোন সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন. আপনার ভ্রমণের অথবা যখন জন্য পারফেক্ট কোন ডাটা সংযোগ পাওয়া যায়.
৮- ছোট আয়তন ( কয়েক মেগাবাইট) – অভিধান শুধুমাত্র আপনার অ্যানড্রইড ডিভাইসের একটি ছোট অংশ নিতে হবে.
৯- অ্যান্ড্রয়েড সংস্করণ সামঞ্জস্যের – এপস সব অ্যানড্রইড সংস্করণ হয় সাম্প্রতিক IC- / KitKat বা পুরোনো সংস্করণের উপর পুরোপুরি সূক্ষ্ম কাজ করতে পারেন.
উপরন্তু, সব পদ সমগ্র অ্যাপ্লিকেশন মাধ্যমে নেভিগেট সহজ , দ্রুত সার্চ সুবিধা দিয়ে বর্ণানুক্রমে তালিকাভুক্ত করা হয়।
এই অ্যাপ্লিকেশন আরবি ইংরেজি পদ এবং সংজ্ঞা অনুবাদের জন্য একটি মহান পকেট সম্পদ হিসেবে কাজ করবে। এবং ইংরেজি স্থানীয় ভাষায় সংজ্ঞা খুঁজছি হয় ঐ যে আরবি ভাষাভাষী মানুষের জন্য ভাল।
৪ নাম্বার ডিকশনারিটি গুগল প্লে থেকে আপনার মোবাইলে ডাউনলোড করুণ বা আরও বিস্তারিত জানুন এখানে ক্লিক করে এই লিঙ্কে।
৫- English To Bangla Dictionary এতে প্রায় 93000 এর মতো ভাষা যুক্ত করা রয়েছে। এটা আমি ব্যবহার করেছি, মোটামুটি ভালোই।
৫ নাম্বার ডিকশনারিটি গুগল প্লে থেকে আপনার মোবাইলে ডাউনলোড করুণ বা আরও বিস্তারিত জানুন এখানে ক্লিক করে এই লিঙ্কে।
৬- এয়াই অফলাইন বাংলা ইংরেজি অভিধান এতেও মোট ৮৫,০০০ হাজার শব্দ রয়েছে এবং এটার মজার একটি বিষয় হোল বর্ণমালা উচ্চারণ করে বলার বা শুনার সুবিধা রয়েছে।
বন্ধুরা আজকের মতো এখানেই আবার দেখা অন্য কোন মজার বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা প্রকাশ করার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]