• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এই গরমে নিজে নিজে এয়ার ফ্রেশনার তৈরি করুন ঘরে বসেই!

Byexperience

Jul 8, 2014

আমরা ঘরকে সুগন্ধি করার জন্য এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকি। যারা গরমের সময়টায় এয়ার কুলার ব্যবহার করেন তাদের এই এয়ার উইক,এয়ার ফ্রেশনার খুবই প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরণের সুগন্ধি এয়ার ফ্রেশনার পাওয়া যায়,যেমনঃ কমলালেবু, গোলাপ, বেলি ইত্যাদি। এই এয়ার ফ্রেশনার আপনি ঘরে বসে নিজে নিজেই তৈরি করতে পারেন। আর যদি একবার এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে যান, তাহলে আর বাজার থেকে কিনবেন না। তাহলে আসুন দেখে নিই কিভাবে খুব সহজে ঘরে বসে এয়ার ফ্রেশনার বানাবেন।

ভিনেগার ও বেকিং সোডা দিয়ে বাড়িতে তৈরি ফ্রেশনার দুর্গন্ধ দূর করে, সঙ্গে সঙ্গে চমৎকার একটি সুগন্ধও ছড়ায়। লেবু ও বেকিং সোডা হচ্ছে চিরাচরিত দুর্গন্ধ নাশক এবং ফ্রেশনার তৈরির জন্য, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না।

উপাদানঃ

  • ১ চা চামচ বেকিং সোডা
  • ১ টেবিল চামচ লেবুর রস
  • ২ কাপ (৫০০মিলি) পানি

নির্দেশনাঃ

  • উপাদান সমূহ একটি পাত্রে নিয়ে চামচ দ্বারা নাড়তে থাকুন যতক্ষণ না তাতে শব্দ হয়।
  • ভালোভাবে মেশানো হলে মিকচারটুকু একটা স্প্রে বোতলে ভরে ফেলুন। তৈরি হয়ে গেলো এয়ার ফ্রেশনার। ঘরকে সুগন্ধময় রাখতে হান্ডমেড ফ্রেশনার দিনে দুই থেকে তিন বার স্প্রে করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version