১৬ই নভেম্বর সানাতরিয়ার ট্যাক্স প্রদানের শেষ দিন হিসেবে ধার্য করেছে সরকার।
এই আইন অনুযায়ী ১৫ই সেপ্টেম্বর থেকে ১৫ই আক্টবর এর মধ্যে সানাতরিয়ার জন্য আবেদনকারী সকল কোম্পানি গুলোকে ১৬ই নভেম্বর রোজ শুক্রবার এর মধ্যে নির্ধারিত ট্যাক্স পরিশোধ করতে হবে।
দেক্রেতো লেজিস্লাতিভ ২০৯/২০১২ এর সাপেক্ষে এই আইনের আওতায় কলফ, বাদান্তে বা ডোমেস্টিক কাজের মালিকরা তালিকা ভুক্ত নন।শুধু মাত্র ফ্যক্টরি বা রেস্টুরেন্ট অথবা যে কোন ব্যবাসায়ীক প্রতিষ্ঠানগুলো নিজ নিজ বেতনভুক্ত অবৈধ কর্মচারীদের বৈধ করার আবেদন সাপেক্ষে ৬ মাসের ট্যাক্স ইরপেফ (IRPEF – Imposta sul Reddito delle Persone Fisiche) কে প্রদান করতে বাধ্য থাকবে।
সরকারী হিসাব অনুযায়ী ১৮ লাখ কোম্পানী এ বছরে আবেদনপত্র জমা দিয়েছে।
উল্লেক্ষ্য যে , এই ট্যাক্স শোধ না করা হলে, প্রেফেত্তুরা তে উপস্থিতির দিন আবেদন নাকচ করা হবে এবং অবৈধ বিদেশী পেরমেসসো দি সৌজর্ন্য পাবে না।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব কাজের একটা পোস্ট সবার কাজে লাগবে
🙂
মুমু, আপনার তথ্যটি অনেকের জানা নেই , আমিও জানতাম না . এই ধরনের আরো অনেক জরুরি তথ্য আপনার থেকে ভবিস্যতেও পাব বলে আসা করি . ধন্যবাদ .