আসসালামু আলাইকুম,আগের পর্বে আমি ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব ১ থেকে চারটা টিউটোরিয়াল এর লিংক দিয়েছিলাম। এবার আপনারা দেখতে পারবেন পটোশপ বেসিক টিটোরিয়াল বেসিক পর্ব-৫। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন এই পর্বটা দেখার আগে অবশ্যই আগের পর্ব গুলো দেখে নিবেন। আর একটা কথা অবশ্যই জানাবেন যে, আমার এই টিউটোরিয়াল গুলো আপনাদের ভাল লাগে কিনা?………………. আমি যদি আপনাদের তেমন কোন সাড়া না পাই তাহলে আমার এই কার্যক্রম আমি বন্ধ করে দিব। সুতরাং যদি আমার এই কার্যক্রম গুলো আপনার ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
এই টিউটোরিয়ালে আমি লেসো টুল এর একটা প্রজেক্ট দেখিয়েছি যে, কোন ক্ষেত্রে লেসো টুল ব্যাবহার করা যেতে পারে। আপনাদের ভাল সাড়া পেলে আমি ইনশা-আল্লাহ আরো টিউটোরিয়াল উপহার দিব
এর প্রথম থেকে তৃতীয় পর্ব গুলো দেখতে এখানে ক্লিক করুণ।
এর চতুর্থ পর্বে যেতে এখানে ক্লিক করুণ।
ফটোশপ বেসিক টিউটোরিয়াল পর্ব-৫
[youtube j-oHOd7iRlo?modestbranding=1&rel=0 nolink]
আর আমার সাথে সর্বদা থাকতে টেকএলার্মবিডি এর অফিসিয়াল গ্রুপে জয়েন করে এ্যাকটিভ থাকুন এখান থেকে
আমার আউটসোর্সিং পেইজ এ লাইক দিন এখানথেকে
ইনশা-আল্লাহ কিছু প্রতিদিন ই আপনাদের কে আমি টিউটোরিয়াল গুলো উপহার দিব। আমাদের দেশের আপলোড স্পিড অনেক কম । তাই আপলোড হতে অনেক সময় লাগে।
সুতরাং পরবর্তী টিউটোরিয়াল গুলো পাওয়া পর্যন্ত আমার সাথেেই থাকুন। আপনাদের শুভ কামনায় আজ এখানেই বিদায়।