::::::::::শালীর রচনা::::::::::
সূচনা: শালী একটি শ্বশুর বাড়ি পালিত প্রানী।বউয়ের ছোট বোনকে শালী বলে।
বিয়ে করলে ভাগ্য ভালো হলে শালীকে পেতে পারেন।
বর্ননা: শালীর দুটি চোখ,দুটি পা,দুটি কান এবং একটি মুখ আছে।শালীর কোনো লেজ নেই।
তবে অতি প্রশংসায় ডানা গজায়।এদের উচ্চতা মাপা কঠিন।কারন আপনি বিভিন্ন সাইজের শালী পেতে পারেন।
আপনাকে তারা সুনজরে দেখবে।সমাদর করবে।
সবার ভাগ্যে যে ভালো তা নয়।অনেকের ভাগ্যে ঝগড়াটে শালীও পড়তে পারে।
অনেক সময় শালীরা বউয়ের থেকে প্রায় সময় বেশী সুন্দরী হয়।তাই সাবধান থাকবেন।
খাদ্য : শালীরা অখাদ্য বাদে সবই খায়।বয়ফ্রেন্ডের টাকার চাইতে দুলাভাইয়ের টাকার উপর আকর্ষন বেশী থাকে।
প্রাপ্তিস্থান: পৃথিবীর প্রায় সব জায়গাতেই শালী পাওয়া যায়।
সুবিধা: শালী মানেই আনন্দ। শালীকে দিয়ে আপনি আপনার মাথা বা পা টিপাতে পারেন।
আপনার বউয়ের সাথে রাগ করলে শালীকে দিয়ে রাগ ভাংঙ্গাতে পারবেন।শালীকে দিয়ে ঘরের যাবতীয় কাজ করাতে পারেন।
আরও কত কি যা লিখে শেষ করা যাবে না।
অসুবিধা: সব কিছুর যেমন সুবিধা থাকে তেমনি অসুবিধাও বিদ্যমান।
শালী মানেই খরছ।
বিভিন্ন সময় আপনার কাছে বিভিন্ন বায়না করে বসতে পারে।
সারাদিন কানের কাছে ঘ্যানঘ্যান করতে পারে।
দুলাভাইয়ের দোষ খুঁজতে থাকে।আরও কত কি?
বলে শেষ করতে পারবো না।
খামোখা দুলাভাইদের কষ্ট বাড়বে।
উপসংহার : পৃথিবীর কোন কিছুই স্বয়ং সম্পূর্ণ নয়।তাই আপনি শালীকেও স্বয়ং সম্পূর্ণ পাবেন না। সব শেষে একটা কথা বলতে চাই,
“”কারো কাছে শালী হয় “নরকের রানী”,
আবার কারো কাছে শালী হয় How Funny!!!””
Written by: বালকের অভিমান ।