আমরা সাধারনত voice call, video call কিংবা chat করার জন্য বিভিন্ন ম্যাসেঞ্জার ব্যাবহার করি ।
আজ দেখব কিভাবে ম্যাসেঞ্জার ছাড়া সরাসরি ব্রাউজার থেকে voice ও video call করা যায়। হা এই কাজ টা করব WebRTC এর মাধ্যমে ।
চলুন শুরু করা যাক ।
ধাপে ধাপে শুরু করি
১। প্রথমে আপনার ব্রউজার ওপেন করুন (Chrome/Opera/Firefox)
২। এখানে ক্লিক করুন ।
৩।আপনি অ্যাপটাকে আনুমতি দিন আপনার ওয়েবক্যাম আর মাইক্রোফোন ব্যাবহার করার (clik allow) ।
৪।আপনার ব্রউজার এর নিচের লিঙ্ক টা অন্য কম্পিউটার এ ওপেন করুন
(try করার জন্য অন্য একটা ব্রউজার এ লিঙ্কটা ওপেন করুন)
দেখবেন video call কাজ করছে ।
কোন ভুল হলে বা কেউ আগে এই পোস্ট করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকবেন।