আর কেনইবা দিবে না! দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হয়েছে বাংলা ভাষার শ্রীতি চারণ।তৎকালীন মোগল সম্রাট আকবরের আমল ১৫৫৬ থেকে। বাংলা সনের প্রবর্তক হিসাবে পণ্ডিত আমির ফতেহ উল্লাহ সিরাজির নাম উল্লেখ যোগ্য । কারন পণ্ডিত ফতেহ উল্লাহ সিরাজি ছিলেন প্রজাদের থেকে জমির খাজনা নেবার সুবিধার জন্য ফসলের মৌসুমে ইংরেজি সন কে বাংলায় গননা করা হইত। যদিও হাজার হাজার বছরের ইতিহাস বাংলা ভাষার তাই ফসল উঠার এই আনন্দ এবং ফুলে ফলে ভরে উঠার আনন্দকেই বসন্তের উৎসব ধরা হয়।
বসন্ত উৎসবের এই আনন্দে বক্তৃতায়র ছিলেন মির্জা লতিফুল হক , জয়নাল আবেদিন , জাহাঙ্গীর আলম সিকদার , নিপ্পন , মিসেস মায়া , এবং আরও অনেকেই।